Dhupguri By Election: ধূপগুড়িতে ভোট লুঠের আশঙ্কা, নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনীর টহল

পঞ্চায়েত ভোটে রক্তাক্ত পরিস্থিতি ছিল। বোর্ড গঠনেও অশান্তি চলছে। এরই মাঝে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে উপনির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচনের উদ্দেশ্যে কড়া ব্যবস্থা নির্বাচন কমিশনের। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে…

পঞ্চায়েত ভোটে রক্তাক্ত পরিস্থিতি ছিল। বোর্ড গঠনেও অশান্তি চলছে। এরই মাঝে জলপাইগুড়ি জেলার ধূপগুড়িতে উপনির্বাচন। শান্তিপূর্ণ নির্বাচনের উদ্দেশ্যে কড়া ব্যবস্থা নির্বাচন কমিশনের। ধূপগুড়ি বিধানসভা উপনির্বাচনে (Dhupguri By Election).মোতায়েন করা হবে ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।আগামী ৫ সেপ্টেম্বর ধুপগুড়ি উপনির্বাচন। গত বিধানসভা ভোটে ধূপগুড়িতে জয়ী হয় বিজেপি। বিধায়কের মৃত্যুর কারণে হবে উপনির্বাচন। ধূপগুড়িতে ত্রিমুখী লড়াইয়ে তৃণমূল, বিজেপি ও সিপিআইএম। বাম প্রার্থীকে সমর্থন করেছে কংগ্রেস। এদের মাঝে আছে নির্দল কাঁটা।

এই উপনির্বাচনের আগে ভোটে এলাকা জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে। মূলত খুন বোমাবাজি রুখতে ১৫ কোম্পানি বাহিনী মোতায়েন করা হল। রবিবার সকাল থেকেই ধূপগুড়িতে ১১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করেছে। ধূপগুড়িতে ১১ কোম্পানি, বানারহাটে ৩ কোম্পানি এবং কোতোয়ালি থানা এলাকায় আরও ১ কোম্পানি রাখা হবে। যার মধ্যে রয়েছে, বিএসএফ ,আইটিবিপি, সিআরপিএফ , সিআইএসএফ, এসএসবি রক্ষীরা।

নির্বাচন কমিশনের তরফ থেকে জওয়ানদের থাকার জন্য, ধূপগুড়ি এবং বানারহাট ব্লকের বিভিন্ন বিদ্যালয় এবং ধূপগুড়ি কিষান মান্ডি ও ধূপগুড়ি রেগুলেটেট মার্কেট কমিটির বিল্ডিংয়ে ব্যবস্থা করা হচ্ছে। পঞ্চায়েত ভোটের পর রীতিমত আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মনে। তাই সোমবার থেকে ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় ভোটারদের ভয় দুর করতে এবং এলাকায় শান্তি শৃঙ্খলার বার্তা নিয়ে রুটমার্চ করবে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।

তবে এবার উপনির্বাচনে বিজেপির চক্ষুশূল গোঁজপ্রার্থী। ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচনে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন তারামণি রায়। বৃহস্পতিবার জলপাইগুড়ি জেলা শাসকের দফতরে তিনি তার অনুগামীদের নিয়ে নির্দলের হয়ে মনোনয়ন জমা দেন। এর আগে তারামণি রায় বিজেপির টিকিটে দাঁড়িয়ে দু’-দু’বার পঞ্চায়েত সদস্যা হন। তার স্বামীও ছিলেন বিজেপির একজন দাপুটে নেতা। দলের মনোনীত প্রার্থী তাপসী রায়কে পছন্দ না হওয়ায় নির্দল প্রার্থী তারামণি রায়ের দিকেই ঝুঁকেছেন ধূপগুড়ির বিজেপি কর্মীদের একাংশ। গত বৃহস্পতিবার বিজেপি কার্যালয় থেকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিতে আসেন প্রার্থী তাপসী রায়। বিক্ষুব্ধ বিজেপি নেত্রীর দাবি, তাঁর ওপর অবিচার হয়েছে। সেই কারণেই নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।