Congress: কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্বের পদে দীপা দাসমুন্সি

প্রিয় ঘরণী দীপা দাসমুন্সির (Deepa Dasmunshi) কদর বাড়ল কংগ্রেসে। রবিবার ২০ আগস্ট নতুনভাবে ঢেলে সাজানো হল কংগ্রেসের ওয়ার্কিং কমিটিকে। নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির ঘোষণা করেন…

প্রিয় ঘরণী দীপা দাসমুন্সির (Deepa Dasmunshi) কদর বাড়ল কংগ্রেসে। রবিবার ২০ আগস্ট নতুনভাবে ঢেলে সাজানো হল কংগ্রেসের ওয়ার্কিং কমিটিকে। নতুন কংগ্রেস ওয়ার্কিং কমিটির ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। আসন্ন লোকসভা নির্বাচনের আগে পুরোদস্তুর নয়া টিম তৈরি করলেন খাড়গে। নতুন কমিটিতে রয়েছে একাধিক নতুন নাম। সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ মোট ৩০ জন রয়েছেন এই নয়া কংগ্রেস ওয়ার্কিং কমিটিতে রয়েছেন। কমিটিতে রয়েছেন বাংলার প্রদেশ সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, এ কে অ্যান্টনি সহ অন্যরা। কমিটিতে দীপা দাসমুন্সিও।

প্রয়াত কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সি। তাঁকে আনা হয়েছে সাধারণ সম্পাদক পদে। জানা যাচ্ছে এই পদে রাখা হয়েছে কংগ্রেসের মোট ৯জন নেতাকে। দীপা দাসমুন্সিকে তেলেঙ্গানায় দলের পর্যবেক্ষকও করা হয়েছে। দীপা দাসমুন্সিকে শেষবার বাংলার রাজনীতিতে ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে দেখা গিয়েছিল। তারপর আর তাঁকে বাংলার রাজনীতিতে দেখা যায়নি।

দীপা দাসমুন্সিকে ফের সামনে আনার কারণ হিসেবে উঠে আসছে, উত্তরবঙ্গে কংগ্রেসের ভোট টেনে আনা। উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ পুরো উত্তরবঙ্গেই দীপার বিশেষ পরিচিতি। তাকে রায়গঞ্জ থেকে প্রার্থী করার সম্ভাবনা। রায়গঞ্জ কংগ্রেসের শক্ত ঘাঁটি। এখানকার বর্তমান বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরী দলেই কোণঠাসা। গত ত্রিপুরা বিধানসভা ভোটে কংগ্রেসের হয়ে সে রাজ্যে প্রচারে নেমেছিলেন দীপা।