Malda: মালদায় বাজির দোকানে বিস্ফোরণ, আগুনে পুড়ে মৃত্যু

সাত সকালে মালদার (Malda) ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ আগুনের ঘটনা। ঝলসে মৃত্যু হল একজনের। স্থানীয়দের দাবি, পর পর বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে। দোকানে প্রচুর বাজি…

সাত সকালে মালদার (Malda) ইংরেজবাজারে বাজির দোকানে ভয়াবহ আগুনের ঘটনা। ঝলসে মৃত্যু হল একজনের। স্থানীয়দের দাবি, পর পর বিস্ফোরণের আওয়াজ শোনা যাচ্ছে। দোকানে প্রচুর বাজি মজুত করা ছিল বলে সূত্রে খবর জানা যাচ্ছে। আগুন ছড়িয়েছে আশপাশের চারটি দোকানে। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন।

মালদার ইংরেজবাজারের রথবাড়ি এলাকার নেতাজি পুর বাজারের ঘটনা। স্থানীয়দের দাবি, মঙ্গলবার সকাল ৬টা নাগাদ আগুনের শিখা চোখে পড়ে। তারপরে বিস্ফোরণের শব্দ কানে আসে।

   

ঘটনাস্থলে পৌঁছে দোকানের শাটার ভাঙে দমকলবাহিনী। ভিতর থেকে উদ্ধার হয় এক ব্যক্তির ঝলসানো দেহ। মৃতের নাম-পরিচয় জানা যায়নি এখনও।

রথবাড়ি এলাকায় যে নেতাজি পুর বাজারের বাজির দোকানে আগুন সেটা অত্যন্ত ঘিঞ্জি জায়গায় অবস্থিত। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এত ঘিঞ্জি বাজারে এ ভাবে বাজি মজুত করা কি আদৌ বৈধ, উঠছে প্রশ্ন। ওই দোকানের লাইসেন্স ছিল কিনা, তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে এ দিন ঘটনাস্থলে পৌঁছন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।

এই নিয়ে গত ছয় দিনে, রাজ্যের চার জেলায়, বিস্ফোরণের ঘটনায় প্রাণ গেল ১৫ জনের। এর পাশাপাশি বস্তা বস্তা বিস্ফোরকও উদ্ধার হয়ে চলেছে। প্রায় ৪০ হাজার কেজি বেআইনি বাজি উদ্ধার হয়েছে।

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গে গ্রিন বাজির আওয়াজ ৯০ ডেসিবেলের মধ্যে হতে হয়। অন্য রাজ্যের ক্ষেত্রে গ্রিন বাজির শব্দ ১২০ ডেসিবেল। গ্রিন বাজিতে কী ধরনের মশলা ব্যবহার করা যাবে তা নিয়ে নির্দিষ্ট গাইডলাইন আছে ন্যাশনাল এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটের।