Coochbehar: পুজোর আগে বড় দুর্ঘটনা, দিনহাটায় পড়ুয়াদের নিয়ে ডুবল গাড়ি

রীতিমত চাঞ্চল্য ছড়াল দিনহাটায়। নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেল পড়ুয়াবোঝাই ভ্যান। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে দিনহাটা শহর…

রীতিমত চাঞ্চল্য ছড়াল দিনহাটায়। নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে গেল পড়ুয়াবোঝাই ভ্যান। ঘটনার জেরে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে দিনহাটা শহর সংলগ্ন কোয়ালিদহ এলাকায়। দুর্ঘটনায় আহত হয়েছেন চালক সহ ৫ পড়ুয়া। তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে যে স্কুল ছুটির পর পড়ুয়াদের নিয়ে গাড়িটি বাসন্তিরহাট থেকে দিনহাটার দিকে আসছিল। এরপর বলরামপুর রোড কোয়ালিদহ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে গাড়িটি। নিয়ন্ত্রণ হারিয়ে ডোবায় পড়ে যায়। দুর্ঘটনার সময় গাড়িটিতে চালক ও ৯ জন পড়ুয়া ছিলেন। দুর্ঘটনার জেরে চালক সহ ৫ জন পড়ুয়া আহত হয়েছেন।

ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দিনহাটা থানার পুলিশ। পুলিশ ও স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে দিনহাটা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে ছুটে যান উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

জানা গিয়েছে চালকের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কোচবিহার এমজেএন মেডিকেলে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।