Mamata Banerjee: মুখ্যমন্ত্রীর পাহাড় সফরে নির্ভর করছে তৃণমূলের ভবিষ্যত

দার্জিলিংয়ে ম্যালের চৌরাস্তায় শপথ নেবেন জিটিএর নবনির্বাচিত ৪৫ জন সদস্য। মঙ্গলবার সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতেই দার্জিলিং পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শোনা যাচ্ছে, একক…

Mamata Banerjee

দার্জিলিংয়ে ম্যালের চৌরাস্তায় শপথ নেবেন জিটিএর নবনির্বাচিত ৪৫ জন সদস্য। মঙ্গলবার সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতেই দার্জিলিং পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শোনা যাচ্ছে, একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও একাই বোর্ড গঠন করবে না ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। মাত্র ৫ আসন পাওয়া শরিক দল তৃণমূলকেও সঙ্গে নেবে তারা। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই সফর আগামী দিনে পাহাড়ে তৃণমূল কংগ্রেস কীভাবে চলবে সেটাই ঠিক করে দেবে। তাই মুখ্যমন্ত্রীর এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল।

সোমবার বাগডোগরা থেকে নেমে শৈলশহরের দিকে চলে যান মুখ্যমন্ত্রী। চলতি বছরে এটা মুখ্যমন্ত্রীর দ্বিতীয়বার দার্জিলিং সফর। এর আগে জিটিএ নির্বাচন নিয়ে সর্বদলীয় বৈঠকের জন্য পাহাড়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ অনেক জটিলতা কাটিয়ে পাহাড়ে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এবার বাকি বোর্ড গঠন। মঙ্গলবার সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী।

বুধবার নেপালী কবি আচার্য ভানু ভক্তের জন্মজয়ন্তী উপলক্ষ্যে ম্যালের চৌরাস্তায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী থাকার কথা। এছাড়া বুধ ও বৃহস্পতিবার প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। মুখ্যমন্ত্রী এই বৈঠকে পাহাড়ের সামগ্রিক পরিস্থিতির ওপর পর্যালোচনা করবেন বলে সূত্রের খবর। সেখানেই নিজের দলের তরফে এবং সরকারের মানুষকে বিশেষ বার্তা দিতে পারেন তিনি। পাহাড়বাসীর উদ্দেশ্যে কী বার্তা দেবেন মুখ্যমন্ত্রী উৎসুক রাজনৈতিক বিশ্লেষকরা৷

কারণ, পাহাড়ে এই মুর্হুতে অপ্রাসঙ্গিক হলেও মমতা আর গুরুংয়ের সঙ্গে সম্পর্ক খারাপ করতে চান না। গুরুংকে ব্যবহার করে পাহাড়ে যেমন গেরুয়া শিবিরের দাপট বেড়েছে, মমতাও চাইছে পাহাড়ের আঞ্চলিক দলগুলিকে একজোট করে লোকসভায় তৃণমূলের জয় সুনিশ্চিত করা৷ সেকারণেই জিটিএ নির্বাচনে প্রথমবার প্রার্থী দিয়েছে ঘাসফুক শিবির। ১০ আসনের মধ্যে ৫ টি আসন দখলে নিয়েছে তাঁরা৷ এখান থেকেই লোকসভাতেও উলোটপুরানের পরিকল্পনা রয়েছে তৃণমূল সুপ্রিমোর।

নবনির্বাচিত ৪৫ জন সদস্যর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য কয়েকদিন আগেই কলকাতায় গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে এসেছেন অনীত থাপা। পাহাড়ে তৃণমূল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও শরীক দল অনীত থাপার জয়ে বেজায় খুশি মুখ্যমন্ত্রী। বিজেপির পাহাড়ে জেগে ওঠার আগেই এই সুযোগকে কাজে লাগাতেই সোমবার পাহাড়ে গেলেন মমতা।