Darjeeling: চিৎকার করতে করতে জলে ডুবে মরেই গেল চিতা

গ্রামবাসীরা ভয়ে সিঁটিয়ে গেছিলেন। কে কাছে যাবে যদি কামড়ে দেয়। আর হুঙ্কার ছাড়ছে জঙ্গল ও চা বাগানের ভয়ঙ্কর চিতা। তার সাদা ধারালো দাঁত দেখে হাত…

গ্রামবাসীরা ভয়ে সিঁটিয়ে গেছিলেন। কে কাছে যাবে যদি কামড়ে দেয়। আর হুঙ্কার ছাড়ছে জঙ্গল ও চা বাগানের ভয়ঙ্কর চিতা। তার সাদা ধারালো দাঁত দেখে হাত পা হিম হয়ে যাচ্ছিল সবার। চিতা তখন ডুবছে। এ ঘটনা দার্জিলিং (Darjeeling) জেলার বাগডোগরার। 

এক সময় সবার চোখের সামনে জলে ডুবে মারা গেল চিতাবাঘ। জানা গেছে রবিবার সকালে বাগডোগরার হাঁসখোয়া চা বাগানের বাসিন্দারা দেখেন জলের খোলা ট্যাংকে ডুবতে চলেছে একটা চিতা। সিমেন্টের দেয়ালে খাঁজ না থাকায় সেই চিতা আর উপরে উঠতে পারছে না। গাঢ় সবুজ জলের মধ্যে গলা পর্যন্ত ডুবে চিতা প্রাণপণে চিৎকার করছিল।

হাঁসখোয়া চা বাগানের বাসিন্দারা বলছেন, চিতা জলে পড়ে গেছে দেখে আমরা বনবিভাগ কর্মীদের ফোন করে জানাই। তারা আসার আগে ডুবে মরে গেল চিতা।

গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান বনবিভাগ কর্মীরা। ওই জলের রিজার্ভারে ডুবে যাওয়া চিতার দেহ উদ্ধার করে বনবিভাগ। মৃত চিতাটির দেহ ময়নাতদন্ত করা হবে বলে জানা গেছে।

বাগডোগরার চা বাগান সহ ডুয়ার্সের বিভিন্ন এলাকা চিতার আনাগোনা হয়। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং ও দার্জিলিং জেলার বিভিন্ন পাহাড়ি বস্তির আসে পাশে মুরগি, শুয়োর সহ গবাদি পশু খেতে আসে চিতা।