India vs Pak: পাকিস্তানকে দুরমুশ করে বদলা নিতে মরিয়া টিম ইন্ডিয়া

টি টোয়েন্টি বিশ্বকাপে গতবার ভারতের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল বাবর আজমরা। তার ওপর সদ্য এশিয়া কাপের সেই ঘা এখনও অবধি ঠিকভাবে সেরে ওঠেনি। এরই…

টি টোয়েন্টি বিশ্বকাপে গতবার ভারতের কাছ থেকে জয় ছিনিয়ে নিয়েছিল বাবর আজমরা। তার ওপর সদ্য এশিয়া কাপের সেই ঘা এখনও অবধি ঠিকভাবে সেরে ওঠেনি। এরই মধ্যে বিশ্বকাপে ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান (IND-PAK) ৷ তাই মেলবোর্নের যুদ্ধে আজ পাকিস্তানকে পরাজিত করতে মরিয়া মেইন ইন ব্লুজ৷ 

দুই শিবিরে তারকার সমাবেশ থাকলেও মূলত পাকিস্তানের টপ অর্ডার নিয়ে চিন্তায় ভারত। কারণ, প্রত্যেকবার টপ অর্ডারই গলার কাঁটা হয়েছে টিম ইন্ডিয়ার জন্য। বাবর এবং রিজওয়ানরা ভারতের জন্য বিরাট বিপদ হয়ে উঠতে পারে৷ কিন্তু মেলবোর্নের মাটিতে ভুবনেশ্বর কুমার এবং শামিরা আরও ভয়ানক হতে পারে বলে মনে করছে ক্রিকেট বিশেষজ্ঞরা। 

অন্যদিকে, ভারতের প্রত্যেকটি ব্যাটসম্যানের জন্য আলাদা পরিকল্পণা করে রেখেছে বাবর আজমরা। পাকিস্তানের পেস বোলারদের লাইন সাজানো হয়েছে রোহিতদের ব্যাটিং অর্ডার অনুযায়ী। তবে এবার ভারতের জন্য তুরুপের তাস সূর্যকুমার যাদব৷ অভাবনীয় কিছু আশা রয়েছে কোহলির থেকেও। তবে এই ম্যাচে ঋষভ পান্থের বদলে দীনেশ কার্তিককে ব্যবহার করাটাই ভালো। বোলিং এবং ব্যাটিং উভয় ক্ষেত্রেই পাণ্ডেয়াকে কীভাবে ব্যবহার করবেন রোহিত? সেটাও দেখার। 

পরিসংখ্যান অনুযায়ী, মোট ১১ বার আন্তর্জাতিক টি-২০ ম্যাচে দুই দল মুখোমুখি হয়েছে৷ তার মধ্যে ভারত জিতেছে ৮ বার, পাকিস্তানের জয়ের সংখ্যা তিন।বিশ্বকাপের মঞ্চে পাঁচবার পাকিস্তানকে হারিয়েছে ভারত। কিন্তু জয়ের ট্রেন্ডে এগিয়ে রয়েছে পকিস্তান। তাই আজকের ম্যাচ বিরাটদের জন্য বড় চ্যালেঞ্জিং।