Siliguri: অশোককে সামনে রেখে ব্যারিকেড ভাঙল CPIM, গৌতমের হুঁশিয়ারি ‘সমঝে চলুন’

প্রাক্তন পুরমন্ত্রী ও শিলিগুড়ির (Siliguri) প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে (Ashok Bhattacharya) সামনে রেখে রণংদেহী মূর্তি (CPIM) সিপিআইএমের। পুরনিগম অভিযান ঘিরে তুলকালাম কান্ড উত্তরবঙ্গের রাজধানী শহরে।…

Siliguri: অশোককে সামনে রেখে ব্যারিকেড ভাঙল CPIM, গৌতমের হুঁশিয়ারি 'সমঝে চলুন'

প্রাক্তন পুরমন্ত্রী ও শিলিগুড়ির (Siliguri) প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যকে (Ashok Bhattacharya) সামনে রেখে রণংদেহী মূর্তি (CPIM) সিপিআইএমের। পুরনিগম অভিযান ঘিরে তুলকালাম কান্ড উত্তরবঙ্গের রাজধানী শহরে।

শিলিগুড়ি পুরনিগমের সামলে পুলিশের সঙ্গে বিক্ষিপ্ত সংঘর্ষের পর ব্যারিকেড ভেঙে অশোক ভট্টাচার্যের নেতৃত্বে হুড়মুড়িয়ে ঢুকলেন বাম সমর্থকরা। বিশৃঙ্খলার মাঝেই বর্তমান মেয়র গৌতম দেবের হুঁশিয়ারি, সমঝে চলুন। এরকম আবার হলে তৃণমূল কংগ্রেস সমর্থকদের মুখোমুখি হতে হবে।

Siliguri: অশোককে সামনে রেখে ব্যারিকেড ভাঙল CPIM, গৌতমের হুঁশিয়ারি 'সমঝে চলুন'

শুক্রবার সরগরম শিলিগুড়ির। সিপিআইএম দার্জিলিং জেলা কমিটির ডাকে দলটির জেলা সম্পাদক সমন পাঠক, প্রাক্তন মন্ত্রী অশোক ভট্টাচার্য, জীবেশ সরকারের নেতৃত্বে বিশাল মিছিল পুরনিগম অভিযান করে। সিপিআইএমের অভিযোগ, পুরনিগমের কাজ শিকেয় উঠেছে। পুরপরিষেবা পাচ্ছেননা শিলিগুড়িরবাসী।

সাতমাস আগে শিলিগুড়ির দখল হাতছাড়া হয়েছে সিপিআরএমের। রাজ্যে গত এক দশক ধরে তৃণমূল কংগ্রেস সরকারে থাকলেও শিলিগুড়ির ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলার কাঁটা। ২০১১ সালে তৃণমূল জয়ী হলেও পরের ভোটে ফের শিলিগুড়ির দখল নেন অশোক ভট্টাচার্য। তারপর পুরনিগমের মেয়র হন। সর্বশেষ বিধানসভা ও পুরনিগম ভোটে পরপর হেরেছে সিপিআইএম। বিধানসভাটি বিজেপির আর পুরনিগম তৃ়ণমূল দখলে।

Advertisements

হারানো জমি ফিরে পেতে বর্ষীয়ান অশোক ভট্টাচার্য আদা জল খেয়ে নেমে পড়েছেন। শুক্রবার তাঁকে সামনে রেখেই পুরনিগম ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি করে শক্তি দেখাল সিপিআইএম।

Siliguri: অশোককে সামনে রেখে ব্যারিকেড ভাঙল CPIM, গৌতমের হুঁশিয়ারি 'সমঝে চলুন'

প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের দাবি, যে কাজ বাম পুরবোর্ড করে এসেছিল গত সাত মাসে তার থেকে একচুল এগোয়নি কাজ। আর বর্তমান মেয়র গৌতম দেব বলেন, অভিযোগ থাকতেই পারে। কিন্তু পুরনিগম ভবনে এভাবে জবরদস্তি অভিযান ভবিষ্যতে বরদাস্ত করা হবে না।