বাংলা ভাগ করতে এলে রক্ত ঝরবে, CPIM নেত্রী মীনাক্ষীর গরম ভাষণে সরগরম উত্তরবঙ্গ

আলাদা উত্তরবঙ্গের দাবিতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। দরকারে রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব। CPIM যুব নেত্রী মীনাক্ষী মুখার্জির (Minakshi Mukherjee) গরম ভাষণে উত্তরবঙ্গ সরগরম। কোচবিহারে…

আলাদা উত্তরবঙ্গের দাবিতে মানুষকে ভুল বোঝানো হচ্ছে। দরকারে রক্ত দিয়ে বাংলা ভাগ রুখব। CPIM যুব নেত্রী মীনাক্ষী মুখার্জির (Minakshi Mukherjee) গরম ভাষণে উত্তরবঙ্গ সরগরম। কোচবিহারে মীনাক্ষী বলেন, বাংলা ভাগকে রুখতে গিয়ে আমার শরীরের রক্ত দেব, আর তোমার শরীরের রক্ত যাবে না, তা হবে না। রক্ত গেলে, দু’জনের রক্তই যাবে। কারণ, আমরা কেউ চুড়ি পরে বসে নেই।

এর আগে পূর্ব বর্ধমান থেকে বাম যুবনেত্রীর হুঁশিয়ারি ছিল পুলিশ যদি গায়ে হাত দেয় তাহলে ছেলে ছোকরাদের রক্ত গরম মনে রাখবেন। কিছু হলে দায় নিতে পারব না।

   

সোমবার কোচবিহারে সিপিআইএমের সমাবেশ হয় দিনাহাটায়। সেই সমাবেশে রাজ্য ভাগের দাবি বিতর্কে মীনাক্ষী মুখার্জির ভাষণে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা চলছে। রবিবার এক সভা থেকে আলাদা উত্তরবঙ্গের দাবি তুলেছেন গ্রেটার কোচবিহার নেতা অনন্ত মহারাজ। তাঁর বক্তব্যের পরেই কোচবিহার থেকেই মীনাক্ষীর হুঁশিয়ারি, রক্ত ঝরলে দুপক্ষের ঝরবে।

রাজ্য ভাগের দাবিতে বিজেপি নেতারা আগেই সরব। আলাদা উত্তরবঙ্গ দাবির বিরুদ্ধে সরর হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতা ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। তবে সিপিআইএম নেত্রী মীনাক্ষীর দাবি, রাজ্য ভাগ করতে বিজেপি ও তৃণমূলের আঁতাত চলছে।

মীনাক্ষী বলেন, ভাগ কীসের দাবিতে? কোন স্লোগান কোন ডিমান্ডের ভাগ? মানুষ ভালো করে বেঁচে থাকার দাবিতে। তাহলে যে দাবি আছে তাকে মেটানোর জন্য সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই কাজ করতে হবে তবে বাংলা ভাগের দাবিও ওঠে না। বাংলা ভাগের দাবিকে উৎসাহিত করা একেবারেই ঠিক না। এই দুই সরকার জোর করে মানুষকে ভুল বুঝিয়ে যাচ্ছে বলে দাবি করেন মীনাক্ষী মুখার্জী। তিনি আরও জানান সিপিআইএম নিজেরাই এই আন্দোলনে একাই লড়াই করবে।এর জন্য কাউকে পাশে লাগবে না।