বাংলায় সরকার গঠন করবে বিজেপি: নাড্ডা

পাঁচ বছরের মধ্যে বাংলায় সরকার গঠন করবে (BJP) বিজেপি। সোমবার আগরতলার (Agartala) একটি সভা থেকে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Ndda)। তাঁর এই…

পাঁচ বছরের মধ্যে বাংলায় সরকার গঠন করবে (BJP) বিজেপি। সোমবার আগরতলার (Agartala) একটি সভা থেকে দাবি করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা(JP Ndda)। তাঁর এই বক্তব্য ঘিরে রাজনৈতিক মহল সরগরম। এদিকে গত বিধানসভা ভোটে ত্রিপুরায় বিজেপি জোট জয়ী হয়। তবে ঘরে ঘরে চাকরির প্রতিশ্রুতি দিয়েও তা করে দেখাতে পারেনি বিজেপি। ত্রিপুরায় মুখ্যমন্ত্রী বদল করেছে দলটি। এ রাজ্যে সরকার বিরোধী প্রবল ক্ষোভ চলছে।

আগরতলায় নাড্ডা আরও বলেন, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ৪ বছরের মধ্যে নিজেদের ভোট ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ করেছে। পশ্চিমবঙ্গে আমাদের ভোট রেকর্ড সংখ্যক বৃদ্ধি পেয়েছে। তৃণমূলের গুণ্ডারা নির্বাচনের পর হিংসা ছড়িয়েছে। কংগ্রেস এবং সিপিআইএম এখন আর মুখ্য ভূমিকায় নেই। বরং বিজেপির এখন মূল বিরোধী শক্তি হিসাবে জায়গা করে নিয়েছে। ৫ বছরে সরকারও গড়তে পারে বিজেপি। ৫ বছরে ৪০ শতাংশ ভোট পেয়ে সরকারও গড়তে পারে বিজেপি।

   

গত কয়েক মাস আগে থেকেই পশ্চিমবঙ্গে সরকার গঠনের দাবি করে আসছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ২০২৬ সাল পর্যন্ত পরবর্তী বিধানসভা ভোটর জন্য অপেক্ষা করতে হবে না, ২০২৪ সালেই রাজ্যে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে একথা বারবার বলে আসছেন অধিকারী। এই কথাই কী সত্যি হতে চলেছে। প্রশ্ন রাজনৈতিক মহলে।

যদিও রাজনৈতিক মহলের ধারণা, রাজ্যজুড়ে একাধিক দুর্নীতি মামলায় একাধিক তৃণমূল নেতাদের ক্রমাগত নাম জড়াচ্ছে। এই সংখ্যা আগামী দিনে বাড়তে পারে। সরকার টিকিয়ে রাখা তৃণমূলের কাছে কষ্টসাধ্য হবে। এমনকি নিচুতলার সংগঠনে বিরাট প্রভাব পড়তে পারে। তাতে ফের একাধিক নেতাদের দলবদল হতে পারে।