শিলিগুড়িতে জমি মাফিয়াদের ধরপাকড় শুরু হতেই অভিযুক্তের তালিকায় উঠে এল দুই সিপিআইএম নেতার নাম। ঘ টনার পরেই নড়েচড়ে বসেছে দার্জিলিং জেলা বামফ্রন্ট। বিতর্কে জড়িয়ে জেলা বামফ্রন্টের তরফে জানানো হয়েছে, যদি কেউ দোষী প্রমাণিত হয় তবে সেই দায়িত্ব নিজের। দল কোনওমতেই দায়ি নয়।
ইতিমধ্যেই শিলিগুড়িতে জমি মাফিয়াদের ধরপাকড় শুরু হয়েছে। অভিযোগ, মহানন্দা নদী চরে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়ে যাচ্ছে জমি। এমনকি ক্রেতাদের জন্য বোল্ডার ফেলে সেতুও নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ ওঠে।
এই জমি মাফিয়া কাণ্ডে তৃণমূল কংগ্রেসের কিছু নেতা জড়িত বলে অভিযোগ আগে থেকে। এবার একই ঘটনায় দুই সিপিআইএম নেতার নাম উঠে আসছে।
চাঞ্চল্যকর এই জমি মাফিয়া কান্ডে নাম জড়িয়েছে সিপিআইএমের হেভিওয়েট নেতা জীবেশ সরকারের। তবে অভিযোগ মিথ্যে বলেছে সিপিআইএম। জীবেশ সরকারকে গ্রেফতার করা হলে আগামী দিনে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে বামফ্রন্ট।
মঙ্গলবার সাংবাদির বৈঠক দার্জিলিং জেলা সিপিআইএম সম্পাদক সমন পাঠক পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন, এর সঙ্গে দলের কোন যোগাযোগ নেই। কেউ যদি দোষী হয়ে থাকে তবে তাঁর নিজের ব্যাপারের জন্য বামফ্রন্ট কোনওভাবেই দায়ী থাকবে না। দার্জিলিং জেলা বামফ্রন্ট চিরকাল গরীব মানুষের সাথে ছিল আছে এবং থাকবে।
জমি মাফিয়া কেলেঙ্কারিতে দলের দুই নেতার জড়িত থাকবার বিষয়ে কিছু বলতে চাননি প্রাক্তন মন্ত্রী সিপিআইএম নেতা অশোক ভট্টাচার্য। তবে তিনি জানিয়েছেন, প্রমাণ না পেয়ে কাউকেই দোষী সাব্যস্ত করা যায় না।