Coochbehar: সপরিবারে তৃণমূল নেত্রী খুনে ধৃতের দাবি ‘ধোঁকা দিয়েছিল’ তাই কুপিয়েছি

সপরিবারে তৃণমূল কংগ্রেস নেত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় পুসিশ তদন্ত চালাচ্ছে। একসাথে তিনজনকে খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে ধৃত এক যুবক। তার দাবি ওরা ধোঁকা…

Coochbehar: সপরিবারে তৃণমূল নেত্রী খুনে ধৃতের দাবি 'ধোঁকা দিয়েছিল' তাই কুপিয়েছি

সপরিবারে তৃণমূল কংগ্রেস নেত্রীকে কুপিয়ে খুনের ঘটনায় পুসিশ তদন্ত চালাচ্ছে। একসাথে তিনজনকে খুনের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী। অভিযোগের ভিত্তিতে ধৃত এক যুবক। তার দাবি ওরা ধোঁকা দিয়েছিল তাই মেরে ফেলেছি।

কোচবিহারে শীতলকুচিতে কুপিয়ে খুন করা হয়েছে তৃ়নমূল কংগ্রেস পঞ্চায়েত সদস্য, তাঁর স্বামী ও এক কন্যাকে। আরও একজন গুরুতর জখম। মৃত নিলীমা বর্মন শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য। তাঁর স্বামী বিমল চন্দ্র বর্মন তৃণমূলের এসসিএসটি ওবিসি সেলের শীতলকুচি ব্লক সভাপতি।

   

হামলায় অভিযুক্ত যুবক বিভূতি রায়ের বক্তব্য, চার বছর প্রেম করে ধোকা দিয়েছিল। তাই মেরে দিলাম। তার অভিযোগ, প্রেমিকার বাবা মা মেনে নিতে না পারেনি সম্পর্ক।

তদন্তে উঠে এসেছে ওই দম্পতির মেয়ে ইতি বর্মনের সাথে সম্পর্কে জড়িয়েছিল পাশের গ্রামের যুবক বিভূতি রায়। সঙ্গে। এনিয়ে পরিবারে অশান্তি হয়। অভিযোগ, তার জেরেই অভিযুক্ত যুবক ছুরি নিয়ে হামলা চালায়।

Advertisements