Coochbehar: স্কুলে নীল সাদা পোশাক ‘বিদ্রোহ’, কোচবিহারে ‘নির্দেশ’ মানেনি পড়ুয়ারা

মু়খ্যমন্ত্রীর অতি প্রিয় রং নীল সাদা। এই রঙের পোশাক তথা স্কুল ইউনিফর্ম করার নির্দেশ ঘিরে তীব্র বিতর্ক। বিভিন্ন বিদ্যালয়ে ঐতিহ্যবাহী ইউনিফর্ম বদলানো মেনে নিতে পারছেনা…

মু়খ্যমন্ত্রীর অতি প্রিয় রং নীল সাদা। এই রঙের পোশাক তথা স্কুল ইউনিফর্ম করার নির্দেশ ঘিরে তীব্র বিতর্ক। বিভিন্ন বিদ্যালয়ে ঐতিহ্যবাহী ইউনিফর্ম বদলানো মেনে নিতে পারছেনা পড়ুয়ারা। বিতর্ক উস্কে এবার কোচবিহারের (Coochbehar) ঐতিহ্যবাহী মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের পড়ুয়ারা নীল সাদা পোশাক ছিঁড়ে রাস্তায় ফেলে দিল।

এই বিদ্যালয়ের পড়ুয়াদের দাবি, তাদের পুরনো রঙের ই়উনিফর্ম তথা সবুজ-সাদা পোশাকের বদলে নীল সাদা রঙের পোশাক পরতে বলা হয়। এই পোশাক পরিবর্তন মেনে নেওয়া হবে না।

   

সরকারি লোগো লাগানো নীল সাদা পোশাক ছিঁড়ে রাস্তায় ও নর্দমায় ফেলে দিল স্কুলের ছাত্রছাত্রীরা।

কোচবিহার শহরের মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের এই পোশাক বিদ্রোহের ছবিতে রাজ্য সরগরম। স্কুলের পাশে রাস্তার মধ্যে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে সমস্ত নীল সাদা পোশাক। তাতে রয়েছে রাজ্য সরকারের লোগো।

শুধু কোচবিহারে নয়, বিভিন্ন জেলার ঐতিহ্যবাহী বিদ্যালয়ের চিরাচরিত ইউনিফর্ম বদলে ফেলা নিয়ে তীব্র বিতর্ক চলছে।