Malda: চাঁচলে তৃণমূল ও কংগ্রেসের তুমুল সংঘর্ষ, তাড়া করছে ব়্যাফ

পুজো মিটতেই মালদা (malda) গরম। চাঁচল থানার কলিগ্রামের প্রানসাগর এলাকা তৃণমূল ও কং-বাম জোটের সংঘর্ষে উত্তপ্ত। একাধিক জখম। সকাল থেকে যে সংঘর্ষ চলছে সেই পরিস্থিতি…

পুজো মিটতেই মালদা (malda) গরম। চাঁচল থানার কলিগ্রামের প্রানসাগর এলাকা তৃণমূল ও কং-বাম জোটের সংঘর্ষে উত্তপ্ত। একাধিক জখম। সকাল থেকে যে সংঘর্ষ চলছে সেই পরিস্থিতি সামাল দিতে নামল ব়্যাফ বাহিনী। সংঘর্ষে আহত দু’পক্ষের কমকরেও ১২ জন। চার জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চাঁচল সুপার স্পেশ্যালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পঞ্চায়েত ভোটের সময় এলাকার কংগ্রেস ও বাম জোট সমর্থকদের সাথে তৃ়নমূলের সংঘর্ষ চলেছিল। এলাকায় দুই শিবিরই শক্তিশালী।

দুর্গা পূজার সময় থেকে বারবার দুপক্ষের মধ্যে ছুটকো ছাটকা সংঘর্ষ হয়েছিল। কখনও তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাইকে মারধরের অভিযোগ ওঠে কংগ্রেসের বিরুদ্ধে।  মহালয়ার দিন ফুটবল খেলাকে ঘিরে গন্ডগোলের সূত্রপাত। আবার সপ্তমীর দিন কংগ্রেস কর্মীদের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তার অনুগামীদের বিরুদ্ধে।  সেই রেশ ধরে দশমীর পর আরও গরম পরিস্থিতি।

এই পরিস্থিতি সামলাতে পুলিশের লাঠিচার্জ। চাঁচলের কলিগ্রামে দুপক্ষের সংঘর্ষে জখম বেশ কয়েকজন। এখনও পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি। এলাকার মানুষের অভিযোগ, তৃণমূলের পঞ্চায়েত প্রধানের ভাই মদ্যপ অবস্থায় বাইক চালিয়ে দুর্ঘটনা ঘটায়। তাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করে এলাকার মানুষ। পুলিশ প্রশাসনের কোনো ব্যবস্থা না নেওয়ায় আজ নতুন করে পরিস্থিতি হাতের নাগালে চলে যায়। এই ইস্যুতেই বুধবার কংগ্রেসের কর্মী সমর্থকরা তৃণমূলের সমর্থকদের ওপর হামলা চালায়।