Coochbehar: গণনার আগে স্ট্রংরুমে বিজেপি নেতা, বিডিওকে সাসপেন্ডের দাবি উদয়নের

পঞ্চায়েত ভোটে রক্তাক্ত কোচবিহার। গণনার আগে নতুন বিতর্ক। দিনহাটায় ব্যালট রাখা স্ট্রংরুমে বিজেপি নেতার প্রবেশ ঘিরে গরম পরিস্থিতি। অ়ভিযোগ, ওই বিজেপি নেতা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর পাহারায়…

short-samachar

পঞ্চায়েত ভোটে রক্তাক্ত কোচবিহার। গণনার আগে নতুন বিতর্ক। দিনহাটায় ব্যালট রাখা স্ট্রংরুমে বিজেপি নেতার প্রবেশ ঘিরে গরম পরিস্থিতি। অ়ভিযোগ, ওই বিজেপি নেতা কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীর পাহারায় স্ট্রংরুমের দখল নিতে এসেছিলেন। তাকে ও স্থানীয় বিডিওকে সাসপেন্ড করার হুঁশিয়ারি দিলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। দিনহাটা তাঁর বিধানসভা কেন্দ্র।

   

স্ট্রং রুমে বিজেপি নেতার ঢোকার অভিযোগে সরগরম দিনহাটায়। অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা অজয় রায় স্ট্রংরুমে ঢুকে পড়েন। খবর পেয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আর অন্যান্য তৃণমূল সমর্করা স্ট্রং রুমে চলে আসেন। স্ট্রংরুমের বাইরে তৃণমূল-বিজেপি বিক্ষিপ্ত সংঘর্ষ শুরু হয়। বিজেপি নেতার গাড়ি ভাঙচুর করা হয়।

বিজেপি নেতা অজয় রায় জানান, পুনর্নির্বাচনের ব্যালট রাখার জন্য দশটায় আসতে বলা হয়। কিন্তু খবর আসে আটটার সময় স্ট্রং রুম খোলা হয়েছে। তাই তিনি এসেছেন।

একইরকম অভিযোগে বিদ্ধ শাসকদল তৃ়নমূল কংগ্রেস। রবিবার রাতে টিএমসি বিধায়ক নির্মল মাঝি উলুবেড়িয়ার স্ট্রংরুমে ঢোকেন বলে অভিযোগ। সেই ঘটনার জেরে হাওড়া জেলা ছিল সরগরম। আর সোমবার রাতে দিনহাটার ঘটনায় কোচবিহার নতুন করে উত্তপ্ত। মঙ্গলবার গ্রাম বাংলার ভোট গণনা হবে।