Mohun Bagan: ATK-র প্রাক্তন ফুটবলারকে আনছে মোহনবাগান!

দল বদলের বাজারে ঝড় তুলেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। রেকর্ড অর্থের বিনিময়ে ফুটবল সই করিয়েছে তারা। ইতিমধ্যে একাধিক ফুটবলারকে আগামী দিনের জন্য নিশ্চিত…

ATK Footballer Bipin Singh

দল বদলের বাজারে ঝড় তুলেছে মোহন বাগান (Mohun Bagan) সুপার জায়ান্ট। রেকর্ড অর্থের বিনিময়ে ফুটবল সই করিয়েছে তারা। ইতিমধ্যে একাধিক ফুটবলারকে আগামী দিনের জন্য নিশ্চিত করেছে ক্লাব। বলা বাহুল্য একেকটি সই একেকটি চমক। সোশ্যাল মিডিয়ায় গুজন এটিকের প্রাক্তন ফুটবলারকেও নাকি দলে আনতে ইচ্ছুক মোহন বাগান সুপার জায়ান্ট।

দল বদলের জানলা খুলবে আর ময়দানে জল্পনা চালবে না তা কি হতে পারে? বিশেষত মোহনবাগান যেভাবে একের পর এক তারকাকে টার্গেট করেছে এবং দলে নিয়েছে তাতে ফুটবল প্রেমীরা ধরেই নিচ্ছেন চমক এখনও বাকি। সেই সূত্র ধরে ফুটবল প্রেমীদের একাংশের মধ্যে গুঞ্জন, এটিকের প্রাক্তন ফুটবলারকে বিপিন সিংকেও নাকি দল নিতে চাইছে বাগান ম্যানেজমেন্ট।

সব জল্পনা সত্যি হয় না। বিপিন সিং সংক্রান্ত জল্পনা তেমনই বলে ওয়াকিবহাল মহলের ধারণা। অর্থাৎ বিপিনের সবুজ মেরুন জার্সি পরার কোনো সম্ভাবনা নেই বলেও অনেকে দাবি করেছেন। অনেকেই এক বাক্যে বলছেন, বিপিনের মোহন বাগান সুপার জায়ান্টে যোগ দেওয়া সংক্রান্ত সমস্ত জল্পনা একেবারেই ভিত্তিহীন। যদিও শেষ পর্যন্ত নতুন মরসুমের জন্য সবুজ মেরুন দল কেমন হয় সেটা দেখার জন্য ট্রান্সফার উইন্ডোর শেষ পর্যন্ত সবাইকেই অপেক্ষা করতে হবে।

বিপিন সিং ভারতীয় ফুটবলের অন্যতম সাড়া জাগানো উইঙ্গার। কলকাতায় থাকার সময় লাল সাদা জার্সিতে বেশ কিছু ম্যাচ খেলেছেন। দশটির বেশি ম্যাচ খেলেছিলেন এটিকের হয়ে। এক মরসুমের জন্য ছিলেন কলকাতার এই ক্লাবে। করেছিলেন একাধিক গোল। শিলং লাজংয়ে খেলার সময় ভারতীয় ফুটবল প্রেমীদের নজরে পড়েছিলেন তিনি। ২০১২-২০১৭ পর্যন্ত ছিলেন উত্তর পূর্ব ভারতের এই ক্লাবে। মাঝে এক মরসুম কলকাতায় থাকার পর পারি দিয়েছিলেন মুম্বইয়ে। ২০১৮ থেকে টানা রয়েছেন মায়ানগরীতে। মুম্বই সিটি এফসির হয়ে খেলেছেন নব্বইয়ের কাছাকাছি ম্যাচ। করেছেন কুড়িটির বেশি গোল।