বিএসএফ পিটিয়ে মেরেছে এমনই অভিযোগে কোচবিহারের (Coochbehar) শীতলকুচি উত্তপ্ত। মৃতের নাম জেলাল মিয়া। তার বাড়ি শীতলকুচি ব্লকের গিদালদহ মরিচা গ্রামে। ভারত-বাংলাদেশ সীমান্তের এই গ্রামে ছড়িয়েছে ক্ষোভ। মৃতের পরিবারের দাবি, শনিবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিলেন জেলাল মিয়া।
Advertisements
রবিবার সকালে শীতলকুচি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে জখম জেলাল মিয়াকে চিকিৎসার জন্য আনে বিএসএফ। জখম গুরুতর দেখে তাকে মাথাভাঙা মহকুমা হাসপাতাল রেফার করা হয়। পরে সেই হাসপাতালের চিকিৎসক জেলাল মিয়াকে মৃত বলে ঘোষণা করেন।
Advertisements
মৃতের পরিবারের অভিযোগ, জেলাল মিয়াকে মেরে ফেলেছে বিএসএফ। মাথাভাঙার অতিরিক্ত পুলিশ সুপার অমিত ভার্মা বলেন, জেলার মিয়ার দেহ ময়নাতদন্ত করানোর জন্য পাঠানো হয়েছে। সেই রিপোর্টের ভিত্তিতে তদন্ত চলবে।