ফের গরম কোচবিহার। ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক বনাম উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর তীব্র সংঘাত। তবে এবার উদয়নের অভিযোগ, বিজেপির মিছিল থেকে নিশীথ প্রামাণিক ইশারা করেন। সেই ইশারা মেনে আমার উপর হামলা করে বিজেপি সমর্থকরা। তীব্র উত্তেজনার মধ্যে মন্ত্রী উদয়ন গুহ রাস্তায় অবস্থান বিক্ষোভ শুরু করেন। তৃণমূল কংগ্রেস সমর্থকরা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন।
উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গাড়িতে হামলার অভিযোগ ঘিরে তুলকালাম কাণ্ড কোচবিহরের ঘুঘুমারিতে। বিজেপির মিছিল থেকে হামলার অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করে বিজেপি।উদয়নের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নির্দেশে এই হামলা চলেছে। তিনি বলেন, আমি যেখানেই প্রচারে যাচ্ছি সেখানেই হামলা চলছে। নির্বাচন কমিশনের লোক সর্বদা আমার প্রচারের ছবি তুলছে। তাদের সামনেই হামলা হল।
উদয়ন গুহ আরও বলেন, দলনেত্রী আসবেন জেনে কোচবিহার জেলা পার্টি অফিসে আসছিলাম। ঘুঘুমারির কাছে বিজেপির মিছিল চলছিল। তখন পুলিশ অফিসার নিজে সামনে থেকে আমার গাড়ি মিছিলের পাশ কাটিয়ে পার করিয়ে দেন। ঠিক তখনই নিশীথ প্রামাণিক হামলার জন্য ইশারা করেন।
যে কোনও নির্বাচনে কোচবিহার জুড়ে নিশীথ ও উদয়নের বাকযুদ্ধ বারবার রক্তাক্ত রাজনৈতিক পরিস্থিতি তৈরি করে। কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক বনাম রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর রেষারেষিতে ফের গরম কোচবিহার।