Mohun Bagan: জোর ধাক্কা, এবার ঘরের মাঠে পরাজিত মোহনবাগান

লড়াই করেও এল না জয়। সাময়িক বিরতির পর এবার মাঠে নেমে পরাজিত হতে হল মোহনবাগান (Mohun Bagan ) সুপারজায়ান্টস দলকে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ…

Mohun Bagan Brigade Edged Out by Chennaiyin FC

লড়াই করেও এল না জয়। সাময়িক বিরতির পর এবার মাঠে নেমে পরাজিত হতে হল মোহনবাগান (Mohun Bagan ) সুপারজায়ান্টস দলকে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ নিজেদের ঘরের মাঠে দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব চেন্নায়িন এফসির মুখোমুখি হয়েছিল বাগান ব্রিগেড। নির্ধারিত সময়ের শেষে ২-৩ গোলে পরাজিত হতে হল কাউকোদের। দলের হয়ে আজ করেন যথাক্রমে জনি কাউকো ও দিমিত্রি পেত্রাতোস। অন্যদিকে, চেন্নায়িন দলের হয়ে গোল করেন যথাক্রমে জর্ডন মারি, রায়ান এডওয়ার্ডস এবং ইরফান ইয়াদওয়াদ। আজকের এই পরাজয়ের ফলে কিছুটা হলেও হতাশ সমর্থকরা।

উল্লেখ্য, আজকের এই ম্যাচে জয় পেলে মুম্বাই সিটি এফসিকে পিছনে ফেলে দিতে পারত মোহনবাগান।‌ সেক্ষেত্রে সমান ম্যাচ খেলে বাকিদের থেকে এগিয়ে যেত ময়দানের এই প্রধান। তবে আজকের এই ম্যাচে এগিয়ে গিয়ে ও শেষরক্ষা হলনা মেরিনার্সদের। প্রথমার্ধের শেষে জনি কাউকোর করা গোলে দল এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটের মাথায় প্রতিপক্ষ দলকে সমতায় ফেরান বিদেশি ফুটবলার জর্ডান মারি।

তারপর থেকেই যথেষ্ট আক্রমনাত্মক ছন্দে ধরা দেয় ওয়েন কোয়েলের ছেলেরা। ঘনঘন আক্রমণের জেরে বেশকিছুটা চাপে পড়ে যায় বাগান ডিফেন্ডাররা।‌ সেখান থেকেই উঠে আসে চেন্নাইয়িনের দ্বিতীয় গোল। তবে সুযোগ বুঝে প্রতি আক্রমণে উঠে আসতে থাকে বাগান ব্রিগেড। সেখান থেকেই ম্যাচের অতিরিক্ত সময় পেনাল্টি আদায় করে দল।

গোল করে বাগানকে সমতায় আনেন অজি তারকা দিমিত্রি পেত্রাতোস। কিন্তু তাতেও সুবিধা করতে পারেনি বাগান শিবির। অতিরিক্ত সময়ের একেবারে শেষের দিকে বাগান রক্ষনভাগে হানা দিয়ে গোল তুলে আনেন ইরফান। তারপর আর ম্যাচে ফেরা সম্ভব ছিলনা বিশালদের পক্ষে। এই জয়ের দরুন ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নম্বরে আসল চেন্নাইয়িন এফসি।