ফের সেবক রংপো (Sevak-Rongpo) নির্মীয়মান টানেল ধসে দুর্ঘটনা। মৃত্যু হল এক শ্রমিকের। সোমবার সিকিম সীমানায় মেল্লির কাছে ভালুখোলায় ১০ নম্বর টানেলের কাজ চলাকালীন পাথরের চাঙড় ভেঙে পড়ায় শংকর বর্মন নামে একজনের মৃত্যু হয়। মৃতের বাড়ি কোচবিহারের ঘোকসাডাঙ্গা থানার পারডুবি এলাকায়।
এছাড়াও জখম হয়েছেন দীপক সিং, শেখর টুডু। এর আগেও টানেলের একাংশ ধসে পড়ায় দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। ঘটনার জেরে কাজে যুক্ত শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।