Mamata threatens  Rabindranath: রবীন্দ্রনাথকে ‘ধমক’ দিলেন মমতা, উত্তরবঙ্গ সরগরম

আলিপুরদুয়ারের কর্মীসভায় উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল৷ অনুষ্ঠান শেষে রবিকে দেখেই মেজাজ চরমে উঠল মমতার। মঞ্চে ভর্তি নেতা-মন্ত্রীদের সামনেই ধমক…

Rabindranath Ghosh Mamata Banerjee

আলিপুরদুয়ারের কর্মীসভায় উপস্থিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল৷ অনুষ্ঠান শেষে রবিকে দেখেই মেজাজ চরমে উঠল মমতার। মঞ্চে ভর্তি নেতা-মন্ত্রীদের সামনেই ধমক দিলেন। সূত্রের খবর, কেএলও ইস্যু নিয়ে ধমক দিয়েছেন তিনি।

বুধবার হাসিমারার সুভাষিণী চা বাগানে আদিবাসীদের গণবিবাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান শেষে বের হওয়ার সময়েই রাজ্যের প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে দেখে কিছু বলার জন্য এগিয়ে যান। তাঁকে দেখে এগিয়ে আসেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ।

সূত্রের খবর, এদিন রবীন্দ্রনাথ ঘোষকে ডেকে সাবধান করে মমতা বলেন, যারা বন্দুক দেখিয়ে ভয় দেখাচ্ছে তাদের হয়ে তাঁবেদারি করা তিনি পছন্দ করছেন না। তৃণমূল সূত্রে খবর, কেএলও সংক্রান্ত কিছু খবর মুখ্যমন্ত্রীকে জানানোর জন্যই বলতে গিয়েছিলেন রবীন্দ্রনাথ ঘোষ।

উল্লেখ্য, পৃথক কামতাপুরের দাবিতে কেএলও জঙ্গি প্রধান জীবন সিংহ রক্তগঙ্গা বইয়ে দেওয়ার হুমকি দেয়। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের আগে গোপন ডেরা থেকে এক ভিডিওর মাধ্যমে বার্তা দেয় জীবন সিংহ। মমতার বার্তা, রক্ত দিতে হলে দেব। কিন্তু বাংলা ভাগ হতে দেব না। আমাকে ভয় দেখাচ্ছে ভাগ না করলে নাকি আমাকে মেরে ফেলবে। তোমার ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও। আমি অনেক বন্দুক দেখে এসেছি। আমাকে এ সব বন্দুক দেখিয়ে কিছু লাভ হবে না৷