Dinajpur: ধানখেত থেকে তৃণমূল নেতার গলাকাটা দেহ উদ্ধার

এক তৃণমূল নেতার গলাকাটা দেহ উদ্ধার ঘিরে শোরগোল পড়ে গেল উত্তর দিনাজপুরে। মৃত ওই তৃণমূল নেতার নাম আব্দুল কাশেম বলে জানা গিয়েছে। শনিবার সকালে ধানের জমি থেকে ওই তৃণমূল নেতার দেহ উদ্ধার করেন স্থানীয়রা। এরপর সঙ্গে সঙ্গে থানায় খবর দেওয়া হলে ঘটনাস্থলে হাজির হন পুলিশ। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে ইটাহার থানা এলাকার শ্রীপুরে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

মৃত ওই তৃণমূল নেতার বাড়ি ইটাহার থানা এলাকার গঠলুতে বলে খবর। তিনি এলাকায় তৃণমূলের বুথ কমিটির প্রেসিডেন্ট ছিলেন।কে বা কারা এই ঘটনার পেছনে রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। এমনকি পুলিশ কুকুর দিয়ে চলছে তল্লাশি। পরিবার সূত্রে খবর, শুক্রবার রাতে বাড়ি ফেরেনি আব্দুল কাশেম। পরিবারের তরফে আত্মীয়দের বাড়িতে খোঁজ নেওয়া হয়। কিন্তু অনেক খোঁজখবর করার পরেও তাঁর সন্ধান পাওয়া যায়নি। এরপর শনিবার সকালে পুলিশের কাছে বিষয়টি জানানো হয়। এরপর শনিবার সকালে শ্রীপুর এলাকায় একটি ধান খেতের পাশে ওই নেতার দেহ উদ্ধার করা হয়। পেটে ধারাল কিছু অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতচিহ্ন।

   

এ বিষয়ে পুলিশ সুপার সানা আখতার জানিয়েছেন, ইতিমধ্যেই এই ঘটনার তদন্তে নেমে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন