বিজেপি পঞ্চায়েত প্রধানকে হুমকির অভিযোগ বিডিওর বিরুদ্ধে

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এর আগে একাধিক ইস্যুতে বিজেপি বনাম তৃণমূলের দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। কিন্তু এবার অভিযোগ উঠল বিডিওর বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি দ্বারা…

বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। এর আগে একাধিক ইস্যুতে বিজেপি বনাম তৃণমূলের দ্বন্দ্বে উত্তপ্ত হয়েছে রাজ্য রাজনীতি। কিন্তু এবার অভিযোগ উঠল বিডিওর বিরুদ্ধে। অভিযোগ, বিজেপি দ্বারা পরিচালিত গ্রাম পঞ্চায়েতের উন্নয়নে সহযোগিতা করছেন না বিডিও।

ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম গ্রাম পঞ্চায়েতে৷ অভিযোগ, এলাকার উন্নয়নমূলক কাজে সহযোগিতা করছেন না বালুরঘাটের বিডিও। এবিষয়ে মহুকুমা শাসক এবং জেলা প্রশাসনকে অবগত করেছেন পাতিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান ঠুমকি পাহান। এছাড়াও ওই বিডিওর বিরুদ্ধে মহিলা প্রধানের সঙ্গে অসৌজন্যমুলক আচরণ ও গালিগালাজের অভিযোগ তোলা হয়েছে।

অভিযোগ, পতিরাম গ্রাম পঞ্চায়েতের কাজের ব্যাপারে যা আলোচনা তা বিডিও অফিস বা গ্রাম পঞ্চায়েতের অফিসে না করে, পতিরাম থানায় ডেকে নিয়ে গিয়ে আলোচনায় বসার ব্যাপারে বিডিওর তরফ থেকে বলা হচ্ছে৷ এমনকি সেই নির্দেশ না মানায় সামনের পঞ্চায়েত ভোটে বিডিও নিজে দাঁড়িয়ে থেকে ওই অঞ্চলে ভোট করিয়ে বিজেপিকে উচ্ছেদ করবেন বলে হুমকি দিয়েছেন। জেলা প্রশাসনের কাছে লিখিতভাবে অভিযোগ জমা করেছেন গ্রাম পঞ্চায়েত।

দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বিজিন কৃষ্ণা এব্যাপারে জানিয়েছেন, অভিযোগ যদি জমা হয়ে থাকে তবে তা তিনি খোঁজ নিয়ে দেখবেন। এমনকি প্রয়োজনে বিডিওর সঙ্গে কথা বলে ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি। যদিও বিডিও দাঁড়িয়ে থেকে ভোট করানোর অভিযোগের বিষয়টিতে তিনি মন্তব্য করতে নারাজ৷ তিনি বলেন বিষয়টি মনে হয় রাজনৈতিক কৌশল।

বিষয়টি ঘিরে দুই পক্ষের মধ্যে চড়েছে রাজনৈতিক পারদ। বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরীর অভিযোগ, বিডিও তাদের দলের মহিলা প্রধানকে হুমকি দিচ্ছেন। থানায় নিয়ে গিয়ে ভয় দেখানোর চেষ্টা করছেন। কিন্তু সেব্যাপারে জেলা প্রশাসন কিছু করেনি এখনও। তার আরও অভিযোগ দেখে শুনে মনে হচ্ছে উনি কি সরকারি কোন আধিকারিক না তৃণমুলের কোন নেতা।

তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি উজ্জ্বল বসাক বিজেপির তোলা সব অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, বিজেপির পায়ের তলায় মাটি নেই। তারা সেটা ভাল করে বুঝে গেছে৷ তাই এই সব অভিযোগ করছে। তিনি আরও বলেন স্বশাসিত সংস্থা রেজিলিউশন করে মানুষের উন্নয়নের কাজ করবে। তাতে প্রশাসনের করার কিছু থাকেনা। বিডিও কি করেছে আমার তা জানা নেই৷ তবে মানুষের উন্নয়নের জন্য কাজ করলে তৃণমূল পাশে থাকবে। আর যদি মানুষের কাজ না করে চুরি বা লুটপাট করলে মানুষ বাধা দেবে।