Lok Sabha Election 2024: নিজের খাসতালুকে ঘেরাও উদয়ন! পালিয়ে বাঁচলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী

সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। ভোটের দিন (Lok Sabha Election 2024) বেলা গড়িয়ে বিকেল নামতেই কোচবিহারে ফের উত্তেজনা। ভেটাগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে…

Udayan Guha

সকাল থেকেই পরিস্থিতি উত্তপ্ত ছিল। ভোটের দিন (Lok Sabha Election 2024) বেলা গড়িয়ে বিকেল নামতেই কোচবিহারে ফের উত্তেজনা। ভেটাগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে ঘিরে বিক্ষোভ গ্রামের মহিলাদের। ওই এলাকার বিজেপির এক পঞ্চায়েত সদস্যকে গ্রেফতার করে পুলিশ। তারপরই উদয়নের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মহিলারা। তবে উদয়নের দাবি, এটা বিজেপির সাজানো বিক্ষোভ। মহিলাদের বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত গ্রাম ছাড়েন উদয়ন। পুলিশি প্রহরায় গ্রাম ছাড়েন তিনি।

উত্তরবঙ্গে তিন কেন্দ্র – কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আজ ভোট হচ্ছে। এর মধ্যে কোচবিহারের মাথাভাঙ্গা, দিনহাটা, ভেটাগুড়িতে একাধিক অশান্তির ঘটনা ঘটেছে। দিনহাটায় বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। মাথাভাঙ্গা আবার তৃণমূলের ব্লক সভাপতিকে ব্যাপক মারধরের অভিযোগ ওঠে। এদিন সকাল থেকেই রাস্তায় ছিলেন উদয়ন গুহ। তৃণমূল প্রার্থী জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াও নানা এলাকায় ঘোরেন। অন্যদিকে বেলা ১২টার পর বাড়ি থেকে বেরোন নিশীথ।

ময়দানে নেমেই তৃণমূলকে একহাত নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। নিশীথ বলেন, তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে। সাধারণ মানুষ এর প্রতিবাদ করছে। বহু জায়গায় দুষ্কৃতীরা বুথ এজেন্টদের, সাধারণ ভোটারদের আটকাবার চেষ্টা করছে। এখানকার মানুষ পঞ্চায়েত নির্বাচন, পৌরসভা নির্বাচনেও ভোট দিতে পারেনি। যত দিন তৃণমূল আছে, হিংসা হবে। তাই গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। উদয়ন গুহর গতিবিধি নিয়ন্ত্রিত হলে ভোট আরও শান্তিপূর্ণ হত। উদয়নকে গ্রেফতার করা উচিত।

প্রসঙ্গত, কোচবিহার কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ১৯ লক্ষ ৬৬ হাজার ৮৯৩ জন। এই কেন্দ্র থেকে মোট ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। উল্লেখযোগ্য প্রার্থীরা হলেন – নিশীথ প্রামানিক (বিজেপি), জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া (তৃণমূল), পিয়া রায়চৌধুরী (কংগ্রেস), নীতিশচন্দ্র রায় (ফরওয়ার্ড ব্লক)। এই কেন্দ্রে ১১২ কোম্পানি নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে। কোচবিহারের ২০৪৩টি বুথের মধ্যে ১৯৬টি বুথকে সংবেদনশীল হিসেবে ঘোষণা করেছে কমিশন।