Tuesday, November 25, 2025
HomeWest BengalNorth BengalBJP: নিশীথ কোথায়? গ্রেফতারি এড়াতে আত্মসমর্পণ মন্ত্রী জন বার্লার

BJP: নিশীথ কোথায়? গ্রেফতারি এড়াতে আত্মসমর্পণ মন্ত্রী জন বার্লার

আত্মসমর্পণ (surrender) ছাড়া উপায় ছিলনা। আইনজীবীদের পরামর্শে সেটাই করলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী ও আলিপুরদুয়ারের (BJP) বিজেপি সাংসদ (John Barla) জন বার্লা। এর পর প্রশ্ন উঠছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক (Nisith Pramanik) কোথায়? তার বিরুদ্ধেও জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা।

Advertisements
  • আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লা 
  • কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিক
  • কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সহকারি মন্ত্রী নিশীথ 
  • উত্তরবঙ্গ জুড়ে প্রশ্ন নিশীথ কোথায়?

২০১৯ সালে লোকসভা ভোটে নির্বাচনী আচরণবিধি ভেঙে সরকারি কার্যালয়ের সামনে বাইক মিছিল করায় তৎকালীন বিজেপি প্রার্থী জন বার্লার বিরুদ্ধে নির্বাচন কমিশন দায়ের করেছিল অভিযোগ। পরে বার্লা জয়ী হয়ে মন্ত্রীত্ব পান। তবে এই মামলার শুনানিতে গরহাজির থাকায় কোচবিহারের তুফানগঞ্জ দায়রা আদালত জারি করেছিল গ্রেফতারি পরোয়ানা। বিতর্ক এড়াতে শনিবার সকালে তুফানগঞ্জ মহকুমা দায়রা আদালতে কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী জন বার্লা আত্মসমর্পণ করলেন। ৫০০ টাকার বন্ডে জামিন পান তিনি।

   

জামিন পেয়ে সাংবাদিকদের মুখোমুখি হন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। তিনি জানান, আমি সরকারিভাবে কোনও নোটিস পাইনি। সোশ্যাল মিডিয়ায়, টিভিতে খবর দেখে গ্রেফতারি পরোয়ানার কথা জানতে পারি। ছাপ্পা ভোট হয়েছে সেখানে মামলা হচ্ছে না আমি শুধুমাত্র র‍্যালি করেছি তাতে অন্যায় হয়েছে। জামিন পেয়েছি ঠিকই কিন্তু আইনিপথে লড়াই করব।

Advertisements

আর সোনার দোকানে চুরির মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিকের আদালতে অনুপস্থিতি ও গ্রেফতারি পরোয়ানা জারি নিয়েও বিতর্কের মুখে বিজেপি। কোচবিহারেের বিজেপি সাংসদ নিশীথ প্রামানিককেও আত্মসমর্পণ করতে হবে এমনই অভিমত আইনজীবীদের।

২০০৯ সালে আলিপুরদুয়ার ও বীরপাড়ায় দুটি সোনার দোকানে চুরির মামলায় অভিযোগপত্রে তার নাম আছে। সেই মামলায় আলিপুরদুয়ার আদালতে হাজিরা না দেওয়া গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে নিশীথ প্রামানিকের নামে। তাকে ৭ ডিসেন্বরের মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments