HomeWest BengalNorth BengalBalurghat: সাংসদ কাজ করেনি, সুকান্তকে দেখেই ক্ষোভ গ্রামবাসীদের

Balurghat: সাংসদ কাজ করেনি, সুকান্তকে দেখেই ক্ষোভ গ্রামবাসীদের

- Advertisement -

নেই রাস্তা, নেই জল। হয়নি উন্নয়ন৷ গ্রামে ঢুকতেই গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়লেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের (Balurghat) বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার (BJP state president and Balurghat MP, Sukanta Majumder)। ঘটনাটি ঘটেছে বালুরঘাট ব্লকের ভাটপাড়া গ্রামপঞ্চায়েতের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার চকরাম প্রসাদ গ্রামে।

২০১৯ সালে গ্রামটির দত্তক নিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি৷ কিন্তু চার বছরে কোনও উন্নয়ন হয়নি। এমনটাই অভিযোগের মুখে পড়তে হল বিজেপির রাজ্য সভাপতিকে৷ গ্রামবাসীদের অভিযোগ, আমরাই তো আপনাদের ভোট দিয়ে বিধায়ক সাংসদ করেছি। প্রায় চার বছর আগে আমাদের গ্রাম দত্তক নিয়ে কী কাজ করেছেন? রাস্তা নেই, জল নেই। শুধু আলো দিলেই উন্নয়ন হয়? আপনি যখন আমাদের গ্রামকে দত্তক নিয়েছেন, উন্নয়নও তো করতে হবে।

   

গ্রামবাসীদের কথা শুনে আশ্বস্ত করার চেষ্টা করেছেন সুকান্ত। তিনি বলেন, আমি মাঝেমধ্যেই এই গ্রামে আসি। প্রাইমারি স্কুলের শিক্ষক কখনও হাইস্কুল বা কলেজে পড়াতে পারেন? এখানকার রাস্তা জেলা পরিষদের করার কথা। এবিষয়ে জেলাশাসকের সঙ্গেও কথা বলবেন৷ এমনটাই জানিয়েছেন তিনি৷

সাংসদের ওপর গ্রামবাসীদের ক্ষোভ দেখে বিজেপি নেতা ও স্থানীয় গ্রামপঞ্চায়েত সদস্যরা পরিস্থিতি সামাল দেন। ফাঁকা জায়গায় সভা করে পুরো বিষয়টি গ্রামবাসীদের বোঝানো হয়। বিজেপির একাংশের দাবি, তৃণমূলের উস্কানিতেই পরিকল্পনা করে এই ক্ষোভ প্রকাশ করা হয়েছে। যদিও অভিযোগ, অস্বীকার করেছে তৃণমূল।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular