HomeWest BengalAmartya Sen Vs Visva Bharati: অমর্ত্যের জমি বিতর্কে বিরোধী শিবিরকে আক্রমণ মমতার

Amartya Sen Vs Visva Bharati: অমর্ত্যের জমি বিতর্কে বিরোধী শিবিরকে আক্রমণ মমতার

বিশ্বভারতীর উচ্ছেদ নোটিশের বিরুদ্ধে অমর্ত্য সেনের (Amartya Sen Vs Visva Bharati) পাশে মমতা বন্দ্যোপাধ্যায়।‌ এই ইস্যুতে নাম না করে কটাক্ষ ছুঁড়লেন বিরোধী শিবিরে। শান্তিনিকেতনে নোবেলজয়ী অমর্ত্য সেনের বাড়ি বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা হলে তার সামনে বসে পড়বেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (West Bengal Chief Minister Mamata Banerjee)।

   

তিনি প্রমাণ করবেন, কে বেশি শক্তিশালী বুলডোজার না মানুষ। বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক থেকে নাম না করে বিশ্বভারতী কর্তৃপক্ষ ও কেন্দ্রের বিজেপি সরকারকে এই হুঁশিয়ারি দিয়েছেন মমতা।

তিনি স্পষ্ট বলেন, ‘আমরা উত্তরপ্রদেশ নই, এখানে জঙ্গলরাজ নেই। অমর্ত্য সেনকে প্রতিদিন আক্রমণ করা হচ্ছে। যদি তাঁর বাড়ি বুলডোজার দিয়ে ভাঙে, আমি সামনে বসে পড়ব।’

উল্লেখ্য, বিশ্বভারতীর জয়েন্ট রেজিস্ট্রার জানুয়ারিতে অমর্ত্য সেনকে একটি চিঠি দিয়ে জানিয়েছিলেন, বিশ্ববিদ্যালয়ের তরফে তাঁকে ১.২৫ একর জমির দীর্ঘমেয়াদি লিজ দেওয়া হয়েছে। কিন্তু এর অতিরিক্ত ১৩ ডেসিমেল জমি অমর্ত্য ‘জবরদখল’ করে রেখেছেন বলে অভিযোগ বিশ্বভারতীর।

সম্প্রতি এই বাড়ি-বিতর্কে তাঁকে নোটিস দিয়ে কর্তৃপক্ষ ১৫ দিনের মধ্যে বাড়ি ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে। অন্যথায় কর্তৃপক্ষের তরফে বলপ্রয়োগ করা হবে বলেও সেই নোটিসে উল্লেখ করা হয়েছে।

ইতিমধ্যেই সিউড়ি জেলা আদালতে মামলা দায়ের করেছেন অমর্ত্য সেনের আইনজীবী। আগামী ১৫ই মে এই মামলার শুনানি। বিশ্বভারতী কর্তৃপক্ষ যাতে নোবেলজয়ীকে জমি ইস্যুতে হেনস্থা না করে, সেই আবেদন জানিয়েছেন ১২০ বিশিষ্টজনরা। বিশ্বভারতী জমি বিতর্ক এখন দাঁড়িয়ে আদালতের রায়ের ওপর।

Latest News