নিয়োগ দুর্নীতিতে তোলপাড় বাংলা। মামলার তদন্তে দিনের পর দিন গ্রেফতারিতে ক্রমাগত পেঁয়াজের খোসার মতো বের হচ্ছে দুর্নীতির খোলস৷ প্রতিদিনই উঠে আসছে নতুন নাম, নতুন নতুন টুইস্ট৷ তবে সবচেয়ে বেশী আলোচিত ব্যক্তি হলেন কালীঘাটের কাকু (Kaku of Kalighat)। রবিবার শিলিগুড়িতে চায়ে পে চর্চায় কালীঘাটের কাকুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)৷
মেদিনীপুরের সাংসদের কটাক্ষ, অপেক্ষা করুন। আগামী দিনে জেলেই গণেশ, কার্তিকের পুজো হবে। বিজেপি সাংসদের এই মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে৷ কার উদ্দেশ্যে এই মন্তব্য করলেন দিলীপ?
একইসঙ্গে কেন্দ্রীয় নিশীথ প্রামাণিকের গাড়িতে হামলার ঘটনা নিয়েও সরব হন দিলীপ ঘোষ৷ তাঁর কথায়, তৃণমূল কংগ্রেসের বিজেপির মন্ত্রী ও বিধায়কদের বাড়ি ঘেরাও কর্মসূচি পুরো ফালতু জিনিস। এটা ছোটলোকের রাজনীতি, ছ্যাঁচড়া রাজনীতি। আমাদের দল এসব রাজনীতি করে না। তিনি আরও বলেন, আমাদেরও লোক রয়েছে। প্রয়োজনে রাজ্যের মন্ত্রীদের বাড়ি ঘেরাও করতে পারি। আমরাও রাজ্যের মন্ত্রীদের গাছে বেঁধে রাখতে পারি। কিন্তু আমরা এমনটা করব না৷
একইসঙ্গে পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করতে দেখা যায় দিলীপ ঘোষকে। তিনি বলেন, পুলিশ নপুংসকের ভূমিকা ছিল। একইসঙ্গে পুলিশের বিরুদ্ধে তোপ দেগেছেন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার৷ তিনি বলেন, কত সিকিউরিটি পার্সেন তা সত্বেও করার সাহস পাচ্ছে! তার মানে এদের পেছনে একটা পুলিশি মদত আছে। রাজ্য পুলিশের মদত আছে। রাজ্য পুলিশের মদত টা বন্ধ হওয়া উচিত।