Uttar Dinajpur: প্রার্থী তালিকা না-পছন্দে দলীয় কার্যালয়ে ধরণায় বিজেপি নেত্রী

প্রার্থী তালিকা পছন্দ না হওয়ায় সদ্য তৃণমূল ত্যাগীরা টিকিট পেয়ে যাওয়ায় ক্ষোভ বিজেপির অন্দরে। এবার সেই ক্ষোভ দেখা গেল উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur)। বিজেপির জেলা…

প্রার্থী তালিকা পছন্দ না হওয়ায় সদ্য তৃণমূল ত্যাগীরা টিকিট পেয়ে যাওয়ায় ক্ষোভ বিজেপির অন্দরে। এবার সেই ক্ষোভ দেখা গেল উত্তর দিনাজপুরে (Uttar Dinajpur)। বিজেপির জেলা সহ সভাপতি বীণা ঝা শুক্রবার দলের নেতৃত্ব ও সংসাদের বিরুদ্ধে অভিযোগ এনে রায়গঞ্জ বিজেপি কার্যালয়ের সামনে অনশনে বসেন।

বেলা গড়িয়ে দুপুর হলেও তিনি অনশন চালাতে থাকেন। বীণা দেবীর অভিযোগ, l তৃণমূল থেকে বিজেপিতে আসা নেতাদের প্রার্থী করা হচ্ছে। দলের এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ীও‌।

   

তিনি জানান, সদ্য বিজেপিতে আসা কর্মীদের প্রার্থী করা হচ্ছে, এতে দলের নীচু তলার কর্মীদের মনোবল ভেঙে পড়বে। এ নিয়ে একাধিকবার জেলা সভাপতিকে ফোন করা হলে তিনি ফোন কেটে দেন।

বীণা ঝা-এর অভিযোগ, বিগত এক বছর ধরে তাকে বলা হয়েছেজেলা পরিষদের মহিলা প্রার্থী হয়ে আপনি দাঁড়াবেন। তারপরে কোনো‌ অজ্ঞাত কারণে অন্য কাউকে নমিনেশন দেওয়া হল। পরে বৈঠক হয়‌। তখনো তাকে আশ্বাস দেওয়া হয়। সেইমতো পরের দিন নমিনেশন ফাইল করেন তিনি।

জানা যায়, মানস ঘোষ কংগ্রেসের পার্টি অফিস থেকে তাড়া খেয়ে বিজেপির অফিসে যোগাযোগ করেন। তিনি ও তার বউ মনোনয়ন পত্র জমা দেন এবং টিকিট পান।

এর প্রতিবাদে বীণা ঝা রাজ্য ও জেলাকে জানিয়ে আমরণ অনশনে বসেছেন।

বীণা ঝা বলেন, “আমি চাই এর প্রতিবাদে হোক। মানস ঘোষকে কোনো দল প্রার্থী করতে চায়না, যে রেপিস্টকে থানা থেকে বের করে নিয়ে যায়‌। ওই নোংরা ছেলেকে এলাকায় ঢুকিয়ে দিয়ে আমাদের বিভ্রান্ত করা হচ্ছে।” তার প্রতিবাদে এই অবস্থান বিক্ষোভ, অনশন করছেন তিনি।