HomeWest BengalNorth BengalBalurghat: ভোট লুঠের সময় সিসিটিভি চুরি, চোর খুঁজতে নেমেছেন বিডিও

Balurghat: ভোট লুঠের সময় সিসিটিভি চুরি, চোর খুঁজতে নেমেছেন বিডিও

- Advertisement -

গণনা কেন্দ্র থেকে চুরি হয়েছে সিসিটিভি ক্যামেরা ও মেমোরি কার্ড। এমন অভিযোগ উঠেছে বালুরঘাটে। সেখানকার বিডিও অভিযোগ দায়ের করেছেন। সিসিটিভি ক্যামেরা চুরি যাওয়ার ঘটনাটি সামনে আসতেই সরব হয়েছেন বাম-বিজেপি। এই বিষয়ে টুইট করেছেন সুকান্ত মজুমদার।

অভিযোগের ভিত্তিতে বোঝা যায় গণনা কেন্দ্রে কারচুপি হয়েছে। গণনার দিন থেকেই বিরোধীদের তরফে অভিযোগ করা হয়েছিল কারচুপির বিষয়ে‌।

   

গণনার দিন বিকেলে বালুরঘাটের জেলা শাসক ভবনের সামনে কারচুপির অভিযোগ দেখিয়ে বিডিওর বিরুদ্ধে অভিযোগ দেখায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ‌। এরপর সিসিটিভি ক্যামেরা চুরির ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানৌতর।

বিজেপির দাবি পরিকল্পনা মাফিক কাজ করেছে তৃণমূল। বিজেপি আদালতে গেলে আদালত সিসিটিভি ফুটেজ দেখতে চাইবে সেই জন্য করা হয়েছে এই কাজ।

জেলা তৃণমূলের তরফে এই ঘটনা অস্বীকার করে বলা হয়েছে, কোনোভাবেই তৃণমূল এই ঘটনায় জড়িত নয়। সুকান্ত মজুমদারের বক্তব্য ” গণনার নামে লুঠ চালাচ্ছে বিজেপি, তা ধরতে না পারার জন্যই সিসিটিভি ক্যামেরা ও মেমোরি কার্ড চুরি করা হয়েছে।”

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular