Bank Job: ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রে শুরু নিয়োগ প্রক্রিয়া, আবেদনের জন্য দেখুন প্রতিবেদন

এবার ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির বিজ্ঞপ্তি। ইতিমধ্যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের এই রাষ্ট্রায়ত্ব আর্থিক প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে…

এবার ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের পক্ষ থেকে নিয়ে আসা হলো চাকরির বিজ্ঞপ্তি। ইতিমধ্যে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের এই রাষ্ট্রায়ত্ব আর্থিক প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া আগামী ২৫ জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। বর্তমানে আমাদের দেশে বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে ব্যাংক অফ মহারাষ্ট্র।

আর এবার সেখানে বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগ করতে চলেছে সংস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যাংকে স্কেল ২ এবং স্কেল ৩ অফিসার পদে নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি অনুযায়ী মোট শূন্য পদের সংখ্যা ৪০০টি। বিজ্ঞপ্তি তো মনে হচ্ছে স্কেল টু পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে তবে স্কেল থ্রি পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২৫ থেকে ৩৮ বছরের মধ্যে।

বিজ্ঞপ্তি অনুযায়ী এই দুই পদের জন্য মাসিক বেতন দেয়া হবে প্রায় ৫০ হাজার টাকা থেকে শুরু করে ৭৮ হাজার টাকা পর্যন্ত। তবে নিয়োগ প্রক্রিয়া হবে দু বছরের জন্য কিন্তু প্রার্থীদের পারফরম্যান্সের উপর ভিত্তি করে সে মেয়াদ বাড়ানো যেতে পারে। একই সাথে আরো বলা হয়েছে আবেদন করার জন্য প্রার্থীদের সরকার স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

একই সাথে থাকতে হবে ৬০ শতাংশ নম্বর। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের প্রথমে ছয় মাসের প্রবেশন পিরিয়ডের মধ্যে রাখা হবে, তারপর প্রার্থীদের কাজ দেখে পদোন্নতি করানো হবে। আবেদন করার জন্য অসংরক্ষিত প্রার্থীদের দিতে হবে ১১৮০ টাকা। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের কিছুটা ছাড় মিলবে।