HomeWest BengalNorth BengalNorth Bengal Medical College: শিশু অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুই মহিলাসহ আটক চার

North Bengal Medical College: শিশু অপহরণের ঘটনায় গ্রেপ্তার দুই মহিলাসহ আটক চার

- Advertisement -

শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল (North Bengal Medical College) থেকে শিশু নিখোঁজের ঘটনার পর্দা ফাঁস করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। চলতি মাসের কুড়ি তারিখে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সদ্যোজাত শিশু নিখোঁজের ঘটনায় চোপড়া থেকে ইতিমধ্যে গ্রেফতার হয় দুই মহিলা। উদ্ধার ওই সদ্যোজাত শিশু।

গতকাল রাতে শিশুটিকে তুলে দেওয়া হয় তার মায়ের কাছে। ধৃত দুই মহিলার নাম সিতা দাস (৪৫)ও অঞ্জু দাস (২৪)। ধৃতরা চোপড়ার বাসিন্দা। পাশাপাশি পুলিশ এই ঘটনায় আরো দুজন যুবককে আটক করেছে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ।শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ADCP, শুভেন্দ্র কুমার জানান, এই ঘটনার তদন্ত করার জন্য শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের SOG, DD, উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ আউট পোস্টের পুলিশ ও মাটিগাড়া থানার পুলিশ নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়।

   

সেই টিম শিলিগুড়ি পুলিশ কমিশনারের অন্তর্গত বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করে। জানা যায় এক মহিলা মেডিকেল কলেজের প্রসূতি বিভাগ থেকে সেই শিশুটিকে নিয়ে বেরিয়ে যায়। তারপরেই তাদের খোঁজ মেলে চোপড়ার পশ্চিম বলরামপুর এলাকায়। সেখানে তাদের বাড়ি থেকে ওই দুই মহিলাকে গ্রেপ্তার করা হয়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular