তালিবানি রীতিতে মহিলাকে পিটিয়ে পলাতক তৃণমূল নেতা জেসিবি, বিধায়ক হামিদুল বিব্রত

চোপড়ায় তালিবানি কায়দায় এক মহিলাকে রাস্তার উপরে লাঠিপেটা করার ছবি দেশ জুড়ে বিতর্ক তৈরি করল। তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা এই ঘটনায় জড়িত। ভিডিও…

চোপড়ায় তালিবানি কায়দায় এক মহিলাকে রাস্তার উপরে লাঠিপেটা করার ছবি দেশ জুড়ে বিতর্ক তৈরি করল। তৃণমূল কংগ্রেস শাসিত পশ্চিমবঙ্গে তৃণমূল নেতা এই ঘটনায় জড়িত। ভিডিও ভাইরাল হবার পর থেকে পলাতক মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা। ঘটনাটি দিন কয়েক আগের বলে জানাচ্ছে পুলিশ। খাপ পঞ্চায়েত বসিয়ে মহিলাকে মারধরে তৃণমূল নেতা স্থানীয় বিধায়ক হামিদুল রহমানের ঘনিষ্ঠ বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতে।

বাংলায় তালিবানি শাসনের ছবি! প্রেমের সম্পর্কে চোপড়ায় মহিলাকে ভয়াবহ প্রহার

   

অভিযুক্ত তৃণমূল নেতার নাম জেসিবি। সে চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের পেটোয়া দুষ্কৃতি বলে উত্তর দিনাজপুর জেলা সিপিআইএমের দাবি।জেলা সিপিআইএম সম্পাদক ও প্রাক্তন মন্ত্রী আনোয়ার উল হক জানিয়েছেন, যে মারছেন তার নাম তাজম্মুল ওরফে জেসিবি।

ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি, শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

চোপড়ার বিধায়ক হামিদুল রহমান জানিয়েছেন, মারধরে অভিযুক্ত ব্যক্তি তৃণমূল সমর্থক। পুলিশ তদন্ত করছে। অভিযোগ প্রমাণ হলে শাস্তি হবে। গোটা ঘটনাটি টুইট করে নিন্দা জানিয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। চোপড়ার এই ভাইরাল ভিডিও দেশ জুড়ে বিতর্ক তৈরি করেছে। রাজ্যের বিরোধী দল বিজেপির অভিযোগ, তৃণমূল শাসনে প্রতি গ্রামই সন্দেশখালির মত পরিস্থিতি।

বড় ‘খেলা’ জিতে আরও কঠিন বাজিমাতের চ্যালেঞ্জ মহুয়ার

রাজ্যের অন্যতম সংখ্যালঘু অ়ধ্যুষিত এলাকা উত্তর দিনাজপুর জেলার চেপড়া। ভিডিওতে মারধরে অভিযুক্ত তৃণমূল নেতা জেসিবিকে সেফ জায়গায় সরানো হয়েছে বলে অভিযোগ।

ভিডিওতে দেখা যাচ্ছে মারধর করার সময় মহিলা রাস্তায় পড়ে চিত্কার করছেন। তার আর্তনাদ দেখছে অনেকে। এক পুরুষকেও লাঠি দিয়ে মারা হচ্ছে। জানা গেছে,যে মহিলাকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে সে বিবাহিত। অভিযোগ ওই মহিলা বিবাহ বহির্ভুত সম্পর্কে জড়িত। সে তার প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গেছিল। পরে ফিরে এলে দু’জনের কাছ থেকে ১০ হাজার টাকা চাওয়া হয়। জরিমানা না দেওয়ায় তাদের উপর অত্যাচার করা হয় বলে অভিযোগ।