বড় ‘খেলা’ জিতে আরও কঠিন বাজিমাতের চ্যালেঞ্জ মহুয়ার

‘কঠিন’ কৃষ্ণনগর আসন বিরাট মার্জিনে জিতে (Mahua Moitra) দলনেত্রীকে উপহার দিয়েছেন। তাঁর ম্যাজিকে কার্যত উড়ে গিয়েছেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। সেই মহুয়া মৈত্রকে এবার বিরাট…

Mahua Moitra বড় 'খেলা' জিতে আরও কঠিন বাজিমাতের চ্যালেঞ্জ মহুয়ার

‘কঠিন’ কৃষ্ণনগর আসন বিরাট মার্জিনে জিতে (Mahua Moitra) দলনেত্রীকে উপহার দিয়েছেন। তাঁর ম্যাজিকে কার্যত উড়ে গিয়েছেন বিজেপি প্রার্থী অমৃতা রায়। সেই মহুয়া মৈত্রকে এবার বিরাট দায়িত্ব দিয়েছেন দলনেত্রী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে ‘ঘাসফুল’ ফোটাতে মমতার ভরসা মহুয়া (Mahua Moitra) এবং দলের বর্ষীয়ান তৃণমূল নেতা তথা প্রাক্তন বিধায়ক শঙ্কর সিংহ।

এদিন রানাঘাট-১ ব্লকের ছয়টি অঞ্চলের বুথ কর্মীদের সঙ্গে আলোচনা সারেন মহুয়া। কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্রকে ঘিরে দলের কর্মীদের উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মত।

   

রাজনৈতিক মহলের মতে, লোকসভা ভোটে রানাঘাট দক্ষিণ কেন্দ্রে প্রায় বিজেপি ৩৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে থাকলেও বিধানসভা উপনির্বাচনে প্রেক্ষিত সম্পূর্ণ আলাদা। তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী জোরদার প্রচার শুরু করেছেন। বিজেপির ‘বহিরাগত’ প্রার্থী নিয়ে ক্ষোভ রয়েছে দলের অন্দরেই। ফলে এই কেন্দ্রে কিছুটা হলেও অ্যাডভানটেজ মুকুট।

মরিয়া শুভেন্দু! খাড়া করছেন হারের নিত্যনতুন অজুহাত

২০২৪ সালের লোকসভা ভোটের নিরিখে রানাঘাট বিধানসভায় বিজেপির প্রাপ্ত ভোট – ১২৩৫৬৮। তৃণমূলের ঝুলিতে গিয়েছে ৮৬৬৩২ ভোট। আর বাম-কংগ্রেস জোটের দখলে গিয়েছে ২১২১৯ ভোট। অর্থাৎ, এই কেন্দ্রে বিজেপির লিড ৩৬ হাজারেরও বেশি। প্রসঙ্গত, ১০ জুলাই রাজ্যের চার আসনে উপনির্বাচন। কেন্দ্রগুলি হল – বাগদা, রানাঘাট দক্ষিণ, রায়গঞ্জ, মানিকতলা।

২০২১ সালে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হন মুকুটমণি অধিকারী। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ১,১৯,২৬০। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের বর্ণালী দে রায়। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ১,০২,৭৪৫। তৃতীয় স্থানে ছিলেন সিপিএমের রমা বিশ্বাস। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ১৫,১২৪।

নাস্তানাবুদ হবেন রাজ্যপাল? দিল্লির হোটেলে আনন্দ-ভিডিও ফাঁসের হুঁশিয়ারি কুনালের

এর আগে ২০১৬ সালে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে সিপিএমের টিকিটে জয়ী হন রমা বিশ্বাস। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ১,০৪,১৫৯। দ্বিতীয় স্থানে ছিলেন তৃণমূলের আবীররঞ্জন বিশ্বাস। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ৮৬,৯০৬। তৃতীয় স্থানে ছিলেন বিজেপির সুস্মিতরঞ্জন হালদার। তাঁর প্রাপ্ত ভোট ছিল – ১৮,১১৪।