Malda: বিজেপি বিধায়ক শ্রীরূপার গাড়িতে তৃণমূল নেতার ইচ্ছাকৃত ধাক্কার অভিযোগ

আবারও গাড়ি দুর্ঘটনার মুখে মালদার ইংলিশ বাজারের বিধায়ক তথা বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। তার গাড়িতে ধাক্কা মারার অভিযোগ তৃণমূল নেতার গাড়ির বিরুদ্ধে। গত ২৮…

আবারও গাড়ি দুর্ঘটনার মুখে মালদার ইংলিশ বাজারের বিধায়ক তথা বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরী। তার গাড়িতে ধাক্কা মারার অভিযোগ তৃণমূল নেতার গাড়ির বিরুদ্ধে। গত ২৮ অক্টোবরই দুর্ঘটনার মুখে পড়েছিল তার গাড়ি।

ধাক্কা মেরে এক কালো রংয়ের স্করপিও গাড়ি। বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজারের চন্দনবাগ এলাকায়। ঘটনায় বিজেপি বিধায়কের দাবি স্করপিও গাড়িটি ধাক্কা মেরেছে সেটি অমৃতি অঞ্চল যুব তৃণমূলের চেয়ারম্যান অনিকেত রায়ের গাড়ি। এই মর্মে তিনি পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার তদন্ত দাবি করেছেন পুলিশের কাছে। যদিও তৃণমূল নেতা অনিকেত রায় জানান বিধায়কের গাড়ি ধাক্কা মেরেছে তার গাড়িকে।

বিজেপি নেত্রী শ্রীরূপা মিত্র চৌধুরীর কথায়, মানিকচক থেকে ইংরেজবাজার এই আসার পথেই দুর্ঘটনা ঘটে। আমার গাড়ির ডানদিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ি থেকে নেমে দেখার পর দেখলাম কালো রংয়ের স্করপিও গাড়িতে লাগানো রয়েছে ব্লু রঙের বোর্ড তাতে লেখা টিএমসি চেয়ারম্যান। জানতে পারি সেটি অমৃতি অঞ্চল যুব তৃণমূলের চেয়ারম্যান অনিকেত রায়ের গাড়ি। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় দুঃখজনক। এক মাসের মধ্যে দ্বিতীয় বার এরকম ঘটনা ঘটল। ইংরেজবাজার থানাকে লিখিতভাবে এটি জানানো হয়েছে অ্যাকশন নেওয়ার জন্য।

অমৃতি অঞ্চল যুব তৃণমূলের চেয়ারম্যান অনিকেত রায় এই প্রসঙ্গে বলেছেন, আমি আসছিলাম তখনই বিধায়কের গাড়ি রং রুটের ডানদিকে চেপে যায়। ডান দিকের লুকিং গ্লাস ভেঙ্গে যায়। প্রথমে ওনার সিকিউরিটি গার্ড নেমে আসে আমার ড্রাইভার কে জিজ্ঞাসাবাদ করে চরম ভাষায়। পরে বিভাগ গাড়ি থেকে নেমে এসে আমার ড্রাইভারের উপর অভিযোগ করে। উনার গাড়ি থামার আগে আমার গাড়ি আমি থামিয়েছি। ঘটনাটি ঘটেছে চন্দন নার্সিংহোমের সামনে। উনার গাড়ি আমার গাড়িতে ধাক্কা মারে। এখন উনি লিখিত অভিযোগ করেছেন।