Nawsad Siddique: বিচারপতির গাড়ি চালককে থাপ্পড় মারার অভিযোগে নওশাদকে তলব

সবসময় বিতর্কে থাকেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। আইএসএফ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিচারপতির গাড়ি চালককে থাপ্পড় মেরেছেন বলে অভিযোগ। এর জেরে নওশাদকে তলব করা হল।…

Nawsad Siddique

সবসময় বিতর্কে থাকেন ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। আইএসএফ বিধায়কের বিরুদ্ধে অভিযোগ, তিনি বিচারপতির গাড়ি চালককে থাপ্পড় মেরেছেন বলে অভিযোগ। এর জেরে নওশাদকে তলব করা হল।

বিচারপতি চালককে চড় মারার অভিযোগ। এবার থানায় তলব নওশাদকে সিদ্দিকীকে। ৭২ ঘন্টার মধ্যে গড়ফা থানায় হাজির দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গতকাল এই নোটিশ দেওয়া হয় নওশাদকে।

বৃহস্পতিবার নওশাদকে ৪১ সিআরপিসি’‌তে নোটিশ দেওয়া হয়েছে।নওশাদের চালকর বিরুদ্ধে ইতিমধ্যেই জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে গড়ফা থানায়। এমনকি বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগ উঠেছে চালকের বিরুদ্ধে। গাড়িতে তখন বিধায়ক নিজেও ছিলেন বলে খবর। এই পরিস্থিতি সামলাতে তখন গাড়ি থেকে নেমে আসেন বিধায়ক। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে ইএম বাইপাসের উপর দু’টি গাড়ির রেষারেষি চলছিল বলে অভিযোগ। তার মধ্যে একটি গাড়ি ছিল বিধায়ক নওশাদ সিদ্দিকীর। তখনই বিচারপতির গাড়িতে নওশাদের গাড়ি সজোরে ধাক্কা মারে বলে অভিযোগ। সেখান থেকেই দুই চালকের মধ্যে তীব্র বচসা শুরু হয়। তারপরই নওশাদের চালক সপাটে চড় মারে বিচারপতির গাড়ির চালককে। তখন পরিস্থিতি বেগতিক দেখে নওশাদ গাড়ি থেকে নেমে পরিস্থিতি সামলান।

বিধায়ক জানান, তিনি এখনও পুলিশের নোটিশ হাতে পাননি। নোটিশ হাতে পাওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ করবেন।আগে ওই ঘটনার পর বিধায়ক নওশাদ বলেছিলেন, তিনি সেদিন জয়নগরে যাচ্ছিলেন। তখন তাঁর কনভয়ের গাড়িকে আর একটি গাড়ি চেপে দেওয়ার চেষ্টা করছিল। তা থেকেই বচসা হয়।