Alipurduar: মাথা কেটে হাতি খুন! আলিপুরদুয়ারে তীব্র চাঞ্চল্য

বন্য হাতির মাথা কেটে নদীতে চুবিয়ে রেখে অপরাধ আড়াল করার চেষ্টা হয়েছিল। তবে জলের তোড়ে সেই কাটা মাথা ভেসে উঠেছে। একটি হাতির মাথা কেটে তাকে…

বন্য হাতির মাথা কেটে নদীতে চুবিয়ে রেখে অপরাধ আড়াল করার চেষ্টা হয়েছিল। তবে জলের তোড়ে সেই কাটা মাথা ভেসে উঠেছে। একটি হাতির মাথা কেটে তাকে খুন করার ঘটনায় তীব্র চাঞ্চল্য (Alipurduar) আলিপুরদুয়ারে।

আগেও চোরা শিকারীরা হাতি মেরে তার দাঁত কেটে নিয়েছে। এরকম ঘটনা অন্যান্য এলাকায় ঘটে। কিন্তু এবার একটি হাতির মাথা কাটা হয়েছে।  আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের অধীম ভলকা রেঞ্জে মিলেছে হাতির কাটা মাথা উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে।

পূর্ণ বয়স্ক বন্য হাতির কাটা মাথা উদ্ধার করা হয় আলিপুরদুয়ারের কুমারগ্রাম থানার পূর্ব সালবাড়ি এলাকায় সংকোশ নদীতে সেই কাটা মাথা চুবিয়ে রাখা হয়েছিল। ঘটনাস্থলে গিয়ে বনবিভাগ কর্মীদের অনুমান হাতিটিকে খুন করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এরও দাঁত দুটি কেটে নেওয়া হয়েছে। এর থেকেই স্পষ্ট যে হাতিটিকে খুন করেছে চোরা শিকারিরা।

তবে বনকর্মীরা এও মনে করছেন এই হাতি হত্যার ঘটনা এ রাজ্যে নাও হতে পারে। অসমের লাগোয়া আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে সংকোশ নদীতে যে কাটা হাতির মাথা মিলেছে সেটি প্রতিবেশি রাজ্য থেকে নদীর স্রোতে ভেসে আসতে পারে।

বক্সা ব্যাঘ্র প্রকল্প পূর্বের উপক্ষেত্র অধিকর্তা দেবাশিস শর্মা জানান সংকোশ নদীতে হাতির কাটা মাথা পাওয়া যায়। অসমের দিক থেকে ভেসে এসেছে বলে মনে করা হচ্ছে। আমরা খতিয়ে দেখছি। তদন্ত করছি। উচ্চ কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।