Darjeeling: দার্জিলিং ভ্রমণে এসে ছিনতাইবাজের কবলে বিদেশি পর্যটক

দার্জিলিংয়ের মনোরম দৃশ্য উপভোগ করতে এসেছিলেন বিদেশি পর্যটক রুবেইন। তবে দার্জিলিং(Darjeeling) ভ্রমণে এসে ছিনতাইবাজের কবলে পড়তে হলো অষ্ট্রেলিয়ার ঐ পর্যটককে। ওই পর্যটকের তরফ থেকে লিখিতভাবে…

দার্জিলিংয়ের মনোরম দৃশ্য উপভোগ করতে এসেছিলেন বিদেশি পর্যটক রুবেইন। তবে দার্জিলিং(Darjeeling) ভ্রমণে এসে ছিনতাইবাজের কবলে পড়তে হলো অষ্ট্রেলিয়ার ঐ পর্যটককে। ওই পর্যটকের তরফ থেকে লিখিতভাবে এনজেপি থানায় ক্যামেরা এবং ল্যাপটপ-সহ অন্যান্য গুরুত্বপূর্ণ জিনিস ছিনিয়ে নেওয়ার অভিযোগ দায়ের হয়েছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই অপরাধীকে গ্রেফতার করে সমস্ত জিনিস উদ্বার করে এনজেপি পুলিশ।

এনজেপির পুলিশ আধিকারিকেরা জানিয়েছেন ধৃতদের নাম দীপক বর্মন এবং শান্তনু কর। একজন আলিপুরদুয়ার এবং আরেকজন মালদার বাসিন্দা। দুজনেই অপরাধ জগতে কুখ্যাত বলে জানা গিয়েছে পুলিশের তরফ থেকে। তাদের বিরুদ্ধে রেলযাত্রীদের কাছ থেকে জিনিস ছিনতাইয়েরও অভিযোগ আছে। এনজেপির আইসি অনুপম মজুমদার জানান, ধৃতরা বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমুলক কাজের সাথে জড়িত ছিল।

   

অষ্ট্রেলিয়ার কুইনসল্যান্ডের বাসিন্দা রুবেইন জোনাথন পিকলে গত ১১ নভেম্বর এনজেপিতে এসে পৌঁছান। তার পরেই এই ঘটনার সম্মুখীন হতে হয় ভারত ভ্রমণে আসা বিদেশ ঐ পর্যটককে। দুষ্কৃতীদের খপ্পরে পড়ে খোয়া যায় সব গুরুত্বপূর্ণ জিনিস। এরপরে এনজেপিতে অভিযোগ দায়ের করেন তিনি। তার অভিযোগের উপরে ভিত্তি করেই এই দুজনকে গ্রেফতার করে পুলিশ।

এনজেপির জি আরপির আই সি জানিয়েছেন, কিভাবে ওইসব জিনিসপত্র ওই পর্যটকের হাতে তুলে দেওয়া যায় সেটা নিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। এছাড়াও তদন্তে নেমে অন্য কোন পর্যটকের জিনিস খোয়া গেছে কিনা, বা ওই দুষ্কৃতীরা এর আগে কোন পর্যটকদের জিনিসপত্র ছিনতাই করেছে, সেই নিয়েও বিস্তারিত তদন্ত শুরু হয়েছে।