Alipurduar: স্ত্রীর কলেজে ঢুকে অধ্যাপককে মারলেন চিকিৎসক

কলেজে অধ্যক্ষের ঘরে ঢুকে অধ্যাপককে বেধড়ক মারধর। এই কর্মকাণ্ড ঘটিয়েছেন সরকারি হাসপাতালের এক চিকিৎসক। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন (Alipurduar) আলিপুরদুয়ারের বীরপাড়া কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। ঘটনার পর…

কলেজে অধ্যক্ষের ঘরে ঢুকে অধ্যাপককে বেধড়ক মারধর। এই কর্মকাণ্ড ঘটিয়েছেন সরকারি হাসপাতালের এক চিকিৎসক। চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন (Alipurduar) আলিপুরদুয়ারের বীরপাড়া কলেজের অধ্যাপক অধ্যাপিকারা। ঘটনার পর অধ্যক্ষকে লিখিত অভিযোগ অধ্যাপকদের। গোটা ঘটনার ভিডিও ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়।

তবে এখনো পর্যন্ত এই ঘটনার পরিপ্রেক্ষিতে কোন আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। এ বিষয় নিয়ে কলেজে চলেছে বৈঠক এবং সেখানে গোটা ঘটনাটি মিটিয়ে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

জানা গিয়েছে বীরপাড়া কলেজে গতকাল ইগনুর পরীক্ষা চলছিল। এ পরীক্ষা চলাকালীন সময় দুই অধ্যাপকের মধ্যে বিবাদ বাধে যেখান থেকে ঘটনার সূত্রপাত হয়। এরপরে বিকেল নাগাদ অধ্যাপকের ঘরে ঢুকে পড়েন কোচবিহারের মাথাভাঙ্গা হাসপাতালের ইএনটি বিভাগের চিকিৎসক। তিনি মারধর করেন বলে অভিযোগ। তিনি এক অধ্যাপিকার স্বামী।

এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে অধ্যাপক জানিয়েছেন,  কলেজে পরীক্ষা চলাকালীন সময় এক ছাত্রের ওএমআর শিট আটকে রাখেন এক অধ্যাপিকা। পাঁচ মিনিট আটকে রাখার কথা বলে যখন তিনি দীর্ঘক্ষণ আটকে রাখেন এরপর ডিউটিতে গিয়ে যখন খাতা গুনে একটি খাতা কম দেখতে পায় অধ্যাপক স্বপন সূত্রধর। তখন তিনি খাতাটি তুলে নিয়ে গিয়ে অধ্যক্ষের কাছে জমা দেয়। এরপর সেই অধ্যাপিকা তার স্বামীকে বিষয়টি জানান এবং তার স্বামী কলেজে এসে ওই অধ্যাপককে মারধর করেন।

এখানে প্রশ্ন উঠছে যে কিভাবে কলেজ চলাকালীন সময় কলেজে ঢুকে বাইরের লোক তাকে মারধর করে। এই গোটা ঘটনার পরে নিরাপত্তাহীনতায় ভুগছে কলেজে অধ্যাপক অধ্যাপিকারা।  বিগত দিনে বিভিন্ন কলেজে অধ্যাপক, অধ্যাপিকাদের আক্রান্ত হতে দেখা গিয়েছে। এর পরে তারা আন্দোলনে যায়। তবে এই দিনের ঘটনা রীতিমতো চাঞ্চল সৃষ্টি করেছে।