Weather: নেই বৃষ্টির পূর্বাভাস, রাজ্যজুড়ে বাড়বে গরম

আশা জাগিয়েও হল না বৃষ্টি। গরম থেকে মিলল না রেহাই। শনিবার আকাশ ছিল মেঘলা। রবিবারের সকালেও আকাশের মুখ ছিল ভার। কিন্তু বৃষ্টির কোনও সম্ভাবনা নেই…

Summer Sun

আশা জাগিয়েও হল না বৃষ্টি। গরম থেকে মিলল না রেহাই। শনিবার আকাশ ছিল মেঘলা। রবিবারের সকালেও আকাশের মুখ ছিল ভার। কিন্তু বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

মেঘলা থাকার জন্য দিনে কাঠফাটা রোদ থাকছে না। কিন্তু ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আকাশ মেঘলা থাকলেও উত্তরবঙ্গ বা দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৮৭ শতাংশ, ন্যূনতম ৬৪ শতাংশ।

তবে সোমবার থেকে বদলাতে পারে আবহাওয়া। এদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষত উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণ বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ রয়েছে। এছাড়া নিম্ন গাঙ্গেয় সমভূমির উপরে আরও একটি নিম্নচাপ অক্ষরেখা অবস্থান করছে। এই দুইয়ের মিলিত প্রভাবে রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে। যার ফলে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।