Ukraine War: ক্ষমতায় থাকতে পারবেন না পুতিন, গর্জন মার্কিন প্রেসিডেন্টের

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন নিয়ে আরও একবার সরব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার তিনি রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটো অঞ্চলে তারা পা দিলে তার পরিণতি…

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার আগ্রাসন নিয়ে আরও একবার সরব মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার তিনি রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ন্যাটো অঞ্চলে তারা পা দিলে তার পরিণতি ভালো হবে না। এক্ষেত্রে দীর্ঘ লড়াইয়ের জন্য তৈরি থাকতে ইউরোপকে আহ্বান জানিয়েছেন তিনি।

রাশিয়া ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে। ইউক্রেন ন্যাটোর তালিভুক্ত না হওয়ায় আমেরিকা সেখানে শক্তি প্রদর্শন করতে পারছে না। কিন্তু বাইডেন ন্যাটো মিত্র পোল্যান্ডকে রাশিয়ার আক্রমণ করলে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি যুদ্ধ-বিধ্বস্ত ইউক্রেন থেকে লাখ লাখ শরণার্থীকে দেশটির স্বীকৃতির প্রশংসা করেছেন। পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা করেন যে মস্কো তার আগ্রাসন প্রসারিত করার সিদ্ধান্ত নিলে মার্কিন যুক্তরাষ্ট্র ন্যাটো অঞ্চলের প্রতিটি ইঞ্চি রক্ষা করতে প্রস্তুত। রাশিয়া যেন ন্যাটো অঞ্চলের দিকে এক ইঞ্চিও অগ্রসর হওয়ার কথা না ভাবে। তিনি রাশিয়ায় শাসনব্যবস্থা পরিবর্তনের আহ্বান জানিয়ে বলেন, “পুতিন ক্ষমতায় থাকতে পারবেন না।”

আগের দিন, বাইডেন ওয়ারশতে ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা এবং প্রতিরক্ষা মন্ত্রী ওলেক্সি রেজনিকভের সাথে দেখা করেন। রাশিয়ান আক্রমণ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের শীর্ষ কর্মকর্তাদের সাথে তাঁর প্রথম মুখোমুখি আলোচনা। অন্যদিকে বাইডেন পোল্যান্ডকে আশ্বস্ত করারও চেষ্টা করেন। বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র পোল্যান্ডকে রাশিয়ার আক্রমণ থেকে রক্ষা করবে। পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ ডুদাকে বাইজেন বলেন, “আপনার স্বাধীনতা আমাদের।”