Weather: বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে, বাড়বে গরম

অশনির প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। এই কথা আগেই আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং বাড়বে গরম। আজ কলকাতার…

অশনির প্রভাব পড়বে না পশ্চিমবঙ্গে। এই কথা আগেই আবহাওয়া দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল। দক্ষিণবঙ্গে আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং বাড়বে গরম।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৩ শতাংশ, ন্যূনতম ৪৫ শতাংশ। দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে কালিম্পং, দার্জিলিংয়ে।

   

পশ্চিমবঙ্গে একাধিক জায়গায় আজ মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিও। তবে তা সাময়িক। হাওয়া অফিস সূত্রে খবর, গরম এখন বাড়বে। শুধু পশ্চিমবঙ্গ নয়, গরম বাড়বে সর্বত্র। শুধু বাংলা নয়, ভারতের রাজস্থান, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ-সহ দেশের অনেক রাজ্যেই গরম বাড়ছে। IMD-র তরফে জানানো হয়েছে, এখন থেকে এভাবেই বাড়বে তাপমাত্রা। বৃষ্টির সম্ভাবনাও নেই। আবহাওয়া থাকবে শুষ্ক। আকাশ থাকবে পরিষ্কার। রাজস্থানের কিছু জায়গায় তাপমাত্রা ইতিমধ্যেই ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে। উত্তর ভারতের অনেক জায়গায় গরম বাতাস বইতে শুরু করেছে। দিল্লি, উত্তরপ্রদেশের একাধিক এলাকায় স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা বেড়েছে।