HomeWest BengalVande Bharat: সোমবার এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন

Vande Bharat: সোমবার এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন

- Advertisement -

আগামীকাল (সোমবার ২৯ মে) রাজ্যের তৃতীয় এবং উত্তরপূর্ব ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন। ট্রেনটি ছুটবে এনজেপি থকে গুয়াহাটি পর্যন্ত। গুয়াহাটি থেকে সোমবার দুপুর ১২ টায় সবুজ পতাকা দেখয়ে ফ্ল্যাগ অফ করা হবে বন্দে ভারত এক্সপ্রেস। এরপর ট্রেনটি বাণিজ্যিক ভাবে শুরু হলে সকালে এনজেপি থেকে ছাড়বে।

ফ্ল্যাগ অফের পর বন্দে ভারত এক্সপ্রেস বিভিন্ন স্টেশনে থামবে। স্টেশনগুলি হল কামাখ্যা, রঙ্গিয়া জংশন, নলবাড়ি, বিজনি, নিউ বনগাইগাওঁ, কোকরাঝাড়, ফকিরগ্রাম জংশন, নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, ধূপগুড়ি। সোমবার ট্রেনটি গুয়াহাটি থেকে ১২ টায় ছাড়ার পর এনজেপিতে পৌঁছবে সন্ধ্যা ৬ টায়। অর্থাৎ, ৮১১ কিমি পথ পাড়ি দিতে মোট সময় লাগবে ৫ ঘণ্টা।

   

জানা গিয়েছে যাত্রী পরিষেবা শুরু হলে এতগুলো স্টেশনে দাঁড়াবেনা। এনজেপি ও গুয়াহাটির মাঝে দাঁড়াবে শুধু ৫ টি স্টেশনে। কোন কোন স্টেশন? বন্দে ভারত এক্সপ্রেস দাঁড়াবে (নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকরাঝাড়, নিউ বনগাইগাওঁ, কামাখ্যা-তে। ট্রেনের গতি থাকবে ঘণ্টায় ৭৮।৭২ কিমি। মঙ্গলবার ছাড়া এই ট্রেন ছুটবে সপ্তাহের বাকি ৬ দিন।

যাত্রী পরিষেবা চালু হলে বন্দে ভারত এক্সপ্রেস প্রতিদিন সকাল ৬টা ১০ মিনিট নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে ছাড়বে। মঙ্গলবার বাদ দিয়ে। এরপর ট্রেনটি ১১টা ৪০ মিনিটে পৌঁছবে গুয়াহাটি। ফিরতি পথে গুয়াহাটি থেকে প্রতিদিন বন্দে ভারত ছাড়বে বিকেল সাড়ে ৪টের সময়। মঙ্গলবার বাদ দিয়ে। এনজেপি-তে ট্রেনটি পৌঁছবে রাত ১০টায়।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular