মুর্শিদাবাদের নিমতিতা (Nimtita blast) স্টেশনের বিস্ফোরণে গুরুতর জখম হয়েছিলেন প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন। সেই বিস্ফোরণ ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল এনআইএ। ধৃতের নাম ঈষা খান। নিমতিতার বিস্ফোরণে এই নিয়ে তৃতীয় জনকে গ্রেফতার করল এনআইএ।
গত ১৭ ফেব্রুয়ারি মুর্শিদাবাদের নিমতিতা রেল স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে একটি বিস্ফোরণের ঘটনাতে জাকির হোসেন সহ আরও প্রায় ২৫ জন আহত হন। তদন্তভার এনআইএর ওপর তুলে দেয় কে স্বরাষ্ট্রমন্ত্রক।
পরে অবশ্য সুস্থ হয়ে নির্বাচনে জয়লাভ করেন জাকির হোসেন। কিন্তু এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাবিনেটে জায়গা হয়নি। চলতি বছরেই আরও এক দুর্ঘটনার কবলে পড়েন জাকির হোসেন। তাঁর কোনও ক্ষতি না হলেও আহত হন তিন পুলিশ কর্মী। কিন্তু কেন বারবার তিনি নিশানা হচ্ছেন প্রশ্ন তুলছেন বিধায়ক। নিমতিতা বিস্ফোরণ কি তৃণমূলের গোষ্ঠিদ্বন্দ্ব এ নিয়েও প্রশ্ন আছে।