লক্ষ্মীবারে একাধিক স্টকে বৃদ্ধি পেল নিফটি, অতিক্রম করল 22600 পয়েন্ট

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তলানিতে গিয়েছিল শেয়ার বাজার। সেই পরিস্থিতিতে কিছুটা হলেও ভেঙে পরেছিল বিনিয়োগকারীরা। তবে সেই উদ্বেগকে কাটিয়ে বড় ধসের পর বিনিয়োগকারীদের পকেট…

share market

লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর তলানিতে গিয়েছিল শেয়ার বাজার। সেই পরিস্থিতিতে কিছুটা হলেও ভেঙে পরেছিল বিনিয়োগকারীরা। তবে সেই উদ্বেগকে কাটিয়ে বড় ধসের পর বিনিয়োগকারীদের পকেট ভরাল শেয়ার বাজার। আজ আবারও ক্রয়ের প্রবণতা বৃদ্ধিতে সূচকে উচ্চ স্তরে পৌঁছে গেল। এদিন নিফটি প্রায় 3.36 শতাংশ বৃদ্ধি পেয়ে পৌঁছেছে 22620.35 পয়েন্টে। বিশেষকরে ব্যাঙ্ক এবং গাড়ির সেক্টরে বিপুল ক্রয়ের জেরে ঊর্ধ্বগতিতে ছিল আজকের সূচক। তবে 50 টি স্টকের এই সূচক 22200 -এর ডাউনসাইড চ্যানেল সাপোর্টের উপরে রয়েছে।

তবে বিশেষজ্ঞদের মতে কল রাইটাররা অতিরিক্ত পুট রাইটারদের সঙ্গে 21500 থেকে 22200 পর্যন্ত সমস্ত স্ট্রাইক থেকে বেরিয়ে যাচ্ছে। এর ফলে বুধবার নিফটিতে বিপুল পরিমাণে পুনরুদ্ধার লক্ষ্য করা গিয়েছে। তাছাড়া সূচকে 22200 এবং 22400 স্ট্রাইকের শক্তিশালী পুট রাইটিং লক্ষ্য করা গিয়েছে। কল অ্যান্ড পুট রাইটাররা 22500 স্ট্রাইকে লড়াই করেছে।পাসাপাশি দেখা যাচ্ছে নিফটিতে একটি গ্যাপ দেখা গিয়েছে। যা পরে সঠিক স্থানে পৌঁছেছে। সেশবার বাজার বন্ধের সময় এই সূচকটি প্রায় 736 পয়েন্ট লাভ করেছিল।

   

নিফটি এদিন 22514 পয়েন্টে অর্জন করেছে। এটি বাজারের ক্ষেত্রে ইতিবাচক লক্ষণ বলা যায়। এদিনের ইন্ট্রা-ডে বৃদ্ধি লম্বা ছিল। এবং স্বাভাবিকের তুলনায় এটি উপরে ছিল। কিন্তু স্বল্প মেয়াদী দৃষ্টিকোণ থেকে যা বোঝা যাচ্ছে তা এই পরিসরে 21300 থেকে 23000 পয়েন্টের মধ্যে পৌঁছাতে পারে এছাড়া India VIX এদিন প্রায় 30 শতাংশের কাছাকাছি হ্রাস পেয়ে বুধবার এটি 19 -এর কাছে শেষ হয়েছে। আবার ব্যাঙ্ক নিফটির সূচকে এদিন 200 দিনের মুভিং অ্যাভারেজ থেকে বেরিয়ে গিয়েছে। এটি ক্রমবর্ধমান ট্রেন্ডলাইন এবং 21 দিনের এক্সপোনেনসিয়াল মুভিং অ্যাভারেজের উপরে বন্ধ হয়েছে। বর্তমানে এই সূচকটির সাপোর্ট লেভেল রয়েছে 47800। এটির রেজিস্ট্যান্স লেভেল রয়েছে 49500।