লোকসভা ভোটের গণনা মিটতেই দেশে বড় খবর ঘটনা ঘটতে চলেছে। মঙ্গলবার ৪ জুন লোকসভা নির্বাচনের ফলাফল আসে। অন্যদিকে এনডিএ সরকার পেয়েছে ২৯২টি আসন, অন্যদিকে ইন্ডি জোট পেয়েছে ২৩৪টি আসন। ফলে এবার নতুন সরকারের শপথগ্রহণের পালা। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ জুন নরেন্দ্র মোদী ফের একবার প্রধানমন্ত্রীর পদে শপথ নেবেন।
এদিকে প্রধানমন্ত্রীর শপথগ্রহণ অনুষ্ঠানে দেশ বিদেশের বহু রাষ্ট্রনেতারা আসবেন বলে জানা যাচ্ছে। নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে প্রতিবেশী দেশের নেতাদের আমন্ত্রণপত্রও পাঠানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে অংশ নেবেন বলে খবর। মোদীর শপথ অনুষ্ঠানে যোগ দিতে আগামী ৭ জুন নয়াদিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৯ জুন বিকেল পর্যন্ত দিল্লিতে থাকবেন বলে খবর
এদিকে সূত্রের খবর, এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে পারেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। নেপালের এক কর্মকর্তা বলেন, ‘বুধবারের ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী নেপালের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন।’ তবে এতজন তো আসছেন, প্রশ্ন উঠছে, এই শপথগ্রহণ অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী যাবেন? তাঁকে কি আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে? পাঠানো হলেও তিনি যাবেন কিনা সেই নিয়েও জোরালো প্রশ্ন উঠতে শুরু করেছে।
Bangladesh Prime Minister Sheikh Hasina is set to depart for New Delhi tomorrow, June 7 to participate in the oath-taking ceremony of Prime Minister Narendra Modi on June 8. Prime Minister Sheikh Hasina will remain in Delhi until the afternoon of June 9. pic.twitter.com/7ZgJ5xbwzJ
— ANI (@ANI) June 6, 2024
Nepal PM Pushpa Kamal Dahal to attend the swearing-in ceremony of Indian PM Narendra Modi: Sources.
“Invitation was extended to Nepali PM by Indian PM during Wednesday’s phone conversation,” a Nepali official confirmed. pic.twitter.com/ASQ3QW3dfQ
— ANI (@ANI) June 6, 2024