NIA Raid in Kanthi: পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের ‘স্বর্গরাজ্য’ নয়, মিথ্যা প্রচার চলছে, মালব্যকে নিশানা রাজ্য পুলিশের

পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের ‘স্বর্গরাজ্য’ নয়। রাজ্য পুলিশ সবসময় জনগণের সুরক্ষার জন্য কাজ করে চলেছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানাল পশ্চিমবঙ্গ পুলিশ। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায়…

Amit Malviya

পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের ‘স্বর্গরাজ্য’ নয়। রাজ্য পুলিশ সবসময় জনগণের সুরক্ষার জন্য কাজ করে চলেছে। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানাল পশ্চিমবঙ্গ পুলিশ। বেঙ্গালুরুর রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের ঘটনায় এনআইএ (NIA Raid in Kanthi) পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। সেই অভিযানে ছিল রাজ্য পুলিশও। এনআইএ তরফে এমনটাই জানানো হয়েছে। কিন্তু এই গ্রেফতারির পরেই তৃণমূল সরকারের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করে বিজেপি। গেরুয়া শিবিরের তরফে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের ‘স্বর্গরাজ্যে’ পরিণত হয়েছে।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য এক্স হ্যান্ডেলে লেখেন, ‘এনআইএ রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণে দুই প্রধান সন্দেহভাজন, মুসাভির হুসেন শাজিব এবং সহযোগী আব্দুল মাথিন আহমেদকে কলকাতা থেকে আটক করেছে। দুজনেই কর্ণাটকের শিমোগার আইসিস সেলের সদস্য বলে মনে করা হচ্ছে। দুর্ভাগ্যবশত, মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে পশ্চিমবঙ্গ দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে উঠেছে।’ এর পাল্টা প্রতিক্রিয়া দিয়েছে তৃণমূল শিবির।

তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, ‘NIA কেও মানতে হল রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেপ্তার তারা করেছে, তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ। আর কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে কোন্ পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক। বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত, আবার প্রমাণিত। তাছাড়া মনে রাখুন, এই মামলায় একজন বিজেপি কর্মীও গ্রেপ্তার হয়েছিল।’

পশ্চিমবঙ্গ পুলিশের দাবি, কাঁথির গ্রেফতারি নিয়ে মিথ্যাচার চালানো হচ্ছে। অমিত মালব্যকে নিশানা করেছে পুলিশ। এক্স হ্যান্ডেলে তারা লিখেছে, ‘মিথ্যাচারের সর্বোচ্চ পর্যায়!…রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণ মামলায় দুই সন্দেহভাজনকে পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির যৌথ অভিযানে পূর্ব মেদিনীপুর থেকে গ্রেফতার করা হয়েছে। কেন্দ্রীয় সংস্থাগুলি এই বিষয়ে পশ্চিমবঙ্গ পুলিশের সক্রিয় ভূমিকার প্রশংসা করেছে। পশ্চিমবঙ্গ কখনওই দুষ্কৃতীদের স্বর্গরাজ্য ছিল না। রাজ্য পুলিশ সবসময় জনগণের সুরক্ষার জন্য কাজ করে চলেছে।’