গোরু পাচার মামলায় সিবিআইয়ের কড়া প্রশ্নবাণের মুখোমুখি বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। তাকে গ্রেফতারের আগে অসুস্থতার রিপোর্ট নিয়ে বিতর্ক প্রবল। বোলপুর হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মুর বিস্ফোরক দাবি অনুব্রতর ঘনিষ্ঠ বিধায়ক তথা জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী হাসপাতালের ডাক্তার পাঠাতে বাধ্য করেছিলেন।
সিবিআই ডেকে পাঠিয়েছে বোলপুর হাসপাতালের সুপারকে। তার আগেই বিধায়ককে জড়িয়ে মন্তব্য করলেন হাসপাতাল সুপার।
মহকুমা হাসপাতালে সুপার বুদ্ধদেব মুর্মুর দাবি, তাঁকে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের বাড়িতে চিকিৎসক পাঠাতে চাপ দেন বিকাশ রায় চৌধুরী।
হাসপাতাল সুপার আরও বলেন মৌখিক নির্দেশ থাকার কারণে হাসপাতালের লেটার প্যাডে নয়, সাদা কাগজে লেখার কথা জানিয়েছিলেন।
মঙ্গলবার সিবিআইয়ের দশমবারের তলব আসতেই অনুব্রত মণ্ডলের বাড়িতে উপস্থিত হন চিকিৎসক চন্দ্রনাথ অধিকারী। তিনি বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বেডরেস্টের নির্দেশ দিয়েছেন। পরে তিনি দাবি করেন হাসপাতালের সুপারের নির্দেশেই অনুব্রতর বাড়িতে গিয়েছিলেন তিনি।
বিধায়ক বিকাশ রায় চৌধুরী জানিয়েছেন, জোর করিনি।