সস্তায় পুষ্টিকর ভ্রমণের অন্যতম ঠিকানা চাঁদিপুর, এক আনকোরা সৈকত

News Desk: সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার ইচ্ছা হলেই মাথায় আসে দীঘা,পুরি, মন্দারমণি। কিন্তু এই তালিকায় অন্যতম নাম চাঁদিপুর। কলকাতা থেকে কিছুটা দূরে এই আনকোরা সৈকতের…

News Desk: সমুদ্র সৈকতে ঘুরতে যাওয়ার ইচ্ছা হলেই মাথায় আসে দীঘা,পুরি, মন্দারমণি। কিন্তু এই তালিকায় অন্যতম নাম চাঁদিপুর। কলকাতা থেকে কিছুটা দূরে এই আনকোরা সৈকতের নাম হয়তো অনেকেরই মাথায় আসেনা। তবে ভ্রমণস্থান হিসেবে দীঘা-পুরির থেকে কোনো অংশেই পিছিয়ে নেই এই জায়গা।

 

   

চাঁদিপুর যেতে হলে ভয় নেই বিশাল খরচার। কলেজ পড়ুয়া থেকে শুরু করে সকলেই দু-তিনদিনের জন্য ঘুরে আসতে পারে। 

 

হাওড়া স্টেশন থেকে ধৌলেশ্বর এক্সপ্রেস ধরে সোজা বালেশ্বর স্টেশন। সেখান থেকে যেকোনো গাড়ি ভাড়া করে সোজা চাঁদিপুর বিচ। এই বিচের পাশেই রয়েছে বহু হোটেল। তবে আগে‌ থেকে‌ বুকিং করে যাওয়াই বুদ্ধির কাজ।

Advertisements

 

চাঁদিপুর এসে নীলগিরি প্যালেস, পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, কুলডিহা জঙ্গল ঘুরে না দেখলে পুরো ট্রিপটাই প্রায় বৃথা। এছাড়া, বিকেলে রোল, চাউমিন খেতে খেতে সৈকতের হাওয়া উপভোগ করা যেতেই পারে।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News