দেশ সেবায় ইচ্ছুক? স্নাতক পাশে সেনাবাহিনীর অফিসার পদে মিলবে চাকরি,আজ‌ই‌ আবেদন করুন

News Desk: সবাই চান জীবনে সুপ্রতিষ্ঠিত হতে। কিন্তু এরই মধ্যে কিছু জন চান দেশ সেবায় নিজেকে নিযুক্ত করতে। যারা সদ্য স্নাতক পাশ ‌করেছেন,অফিসার হিসেবে ভারতীয়…

News Desk: সবাই চান জীবনে সুপ্রতিষ্ঠিত হতে। কিন্তু এরই মধ্যে কিছু জন চান দেশ সেবায় নিজেকে নিযুক্ত করতে। যারা সদ্য স্নাতক পাশ ‌করেছেন,অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে(Indian armed forces) যোগ দিতে চান, তাদের জন্য সুখবর। ইউপিএসসি’র ২০২২ সালের কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস(l) পরীক্ষার আবেদন নেওয়া শুরু হয়েছে। কিভাবে আবেদন করবেন, কারা আবেদন করতে পারবেন, রইল বেশ কিছু জরুরী তথ্য।

 

CDS ENTRY

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) দ্বারা বছরে দুবার কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস এক্সামিনেশন (CDSE) পরীক্ষা অনুষ্ঠিত হয়। 

 

আবেদন করার যোগ্যতা:

যে কোন শাখার স্নাতক অবিবাহিত পুরুষ ও মহিলা, ডিভোর্সি মহিলারা এই পরীক্ষার জন্য আবেদন করতে পারেন। ফাইনাল ইয়ার বা চূড়ান্ত সেমিস্টারের পড়ুয়ারাও আবেদন করতে পারেন।

 

বয়স সীমা:

আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ১৯-২৫ বছরের মধ্যে হতে হবে।

 

আবেদনের সময়সীমা:

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের ২০২২ সালের কম্বাইন ডিফেন্স সার্ভিস (l) পরীক্ষা হবে আগামি বছর এপ্রিল মাসের ১০ তারিখ। ইতিমধ্যেই আবেদন শুরু হয়েছে। অনলাইনে দরখাস্ত করার শেষ তারিখ ১১ জানুয়ারি।

 

আবেদন পদ্ধতি :

প্রথম পর্যায়, ১)প্রথমে ইউপিএসসির অফিশিয়াল ওয়েবসাইট www.upsconline.nic.in এ যেতে হবে।

২)তারপর “part ll Registration” এ ক্লিক করতে হবে।

৩)তারপর বিভিন্ন তথ্য দেওয়া থাকবে, একদম নিচে গিয়ে affirmative option ক্লিক করতে হবে।

৪)তারপর একটি নতুন পেজে “personal details” দিতে হবে এবং “continue” তে ক্লিক করতে হবে।

৫)এরপর নিজেদের প্রেফারেন্স অনুযায়ী অপশন সিলেক্ট করে “submit” করতে হবে।

দ্বিতীয় পর্যায়,

১)রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে আবার অনলাইন অ্যাপ্লিকেশন পেজে ফিরে গিয়ে “phase ll Registration” এ ক্লিক করতে হবে।

২)তারপর রেজিস্ট্রেশন আইডি(Reg I’d) এবং জন্ম তারিখ(date of birth) দিয়ে লগইন করতে হবে।

৩)এরপর পেমেন্ট(examination fees) করে পরবর্তী পেজে যেতে হবে।

৪)পরবর্তী পেজে বিভিন্ন পার্সোনাল ডকুমেন্টস আপলোড করতে হবে।

৫)সব ডকুমেন্টস আপলোড করার পরবর্তী পেজে নিজের ইচ্ছেমতো পরীক্ষার সেন্টার সিলেক্ট করে, সম্মতি (agreeing declaration) প্রদান করে ফর্মটা সাবমিট করতে হবে।

৬) অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের পিডিএফ ডাউনলোড করে ভবিষ্যতের জন্য সেটি প্রিন্ট করে নিজের কাছে রেখে দিতে হবে।